প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মিডিয়ায় সজ্জন ও ভদ্রলোক হিসেবে পরিচিত নির্মাতা মাসুদ কায়নাত করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহেরাজিউন। গতকাল সন্ধ্যায় রামপুরাস্থ একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। মাসুদ কায়নাত একাধারে বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্র নির্মাতা। তিনি অসংখ্য বিজ্ঞাপন নির্মাণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দুই শতাধিক বিজ্ঞাপন নির্মাণ করেছেন। হিন্দি ভাষায় বিদেশী পণ্যের বিজ্ঞাপন দেশের বাইরে নির্মাণ করে তিনি আলোচিত হন। ছোট পর্দার একজন উপস্থাপক হিসেবেও তিনি পরিচিত। বৈশাখী টেলিভিশনে প্রচারিত আন্তর্জাতিক চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান লুক-থ্রো এবং এটিএন বাংলায় প্রচারিত টকশো অন্যচোখে-এর গ্রন্থনা ও উপস্থাপনায় তাকে দেখা গেছে। ২০১১ সালে বেইলী রোড নামে একটি সিনেমা নির্মাণ করে চলচ্চিত্র নির্মাণে আসেন। এ চলচ্চিত্রের মাধ্যমে ছোট পর্দার অভিনেতা নিলয় আলমগীরের চলচ্চিত্রে অভিষেক হয়। সিনেমাটিতে মিলা ও বাপ্পা মজুমদারের গাওয়া ‘দেহ গেলে কি যায়’ গানটি বেশ জনপ্রিয়তা পায়। এর মাধ্যমেই চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক করেন মিলা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।