Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদাতিক নাট্যসংসদের অটিজম সচেতনতা বিষয়ক নাটক

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২১, ১২:০৩ এএম

অটিজম নিয়ে পদাতিক নাট্য সংসদ মঞ্চায়ন করেছে নতুন নাটক প্রেরণা। সম্প্রতি বাংলাদেশ মহিলা সমিতি মঞ্চে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়েছে। এটি দলটির ৩৩ তম প্রযোজনা। রচনা ও নির্দেশনা দিয়েছেন সাবিল রেজা চৌধুরী। অটিজমের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে পদাতিকের এই প্রয়াস। পদাতিক আগামী দুই বছর দেশের করোনা পরিস্থিতি বুঝে প্রতিটি জেলায় এর মঞ্চায়নের পরিকল্পনা গ্রহন করেছে। এ নাটকের উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বিশেষ শিশুদের অংশগ্রহন। নাটকটির নাট্যকার, নির্দেশক এবং পদাতিকের ভারপ্রাপ্ত দল প্রধান সাবিল রেজা চৌধুরী বলেন, আমরা মনে করি, সাধারণ মানুষের অনুভূতির কাছে পৌঁছানোর একটি বিষেশ মাধ্যম হচ্ছে নাটক। বৈশি^ক এই পরিস্থিতিতে এমন একটি নাটক নিয়ে আসা অত্যন্ত দুরূহ ব্যাপার ছিল। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে নাটকটির মঞ্চায়নে আমরা সফল হয়েছি। তিনি বলেন, বিশ্বে মোট জনসংখ্যার ১ শতাংশ অর্থাৎ ৭৮ লাখ এবং বাংলাদেশে ক্রমবর্ধমান এই রোগে আক্রান্তের সংখ্যা প্রায় ৭ লাখ, যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এ সম্পর্কে আমাদের ধারণা অস্পষ্ট, যদিও মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এর যুগান্তকারী গৃহীত পদক্ষেপ অনুসরণ করে বাংলাদেশ আজ বিশ্বে অটিজমের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। তিনি বলেন, সামাজিক সচেতনতা গড়ে তোলার মাধ্যমে কোমলমতি শিশুসহ অটিজম আক্রান্ত সকলকে সামাজের মূল স্রোতের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলার সুযোগ তৈরী করার জন্যই আমাদের এই ভিন্ন প্রয়াস, যা বাংলাদেশে প্রথম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ