বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত ৭ দিনের লকডাউনের দ্বিতীয় দিনে শেরপুরের নকলায় ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। ৬ এপ্রিল মঙ্গলবার সকাল থেকেই শহরের দোকানপাট খোলা ছিল। পরে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে তরিঘরি করে দোকানপাট বন্ধ করা শুরু করে। তবে রাস্তায় কোন বাস চলাচল চোখে পড়েনি। শহরে অটোরিকশা, ইজিবাইক, মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। মাঠে প্রশাসনের কোন তৎপরতা ছিল কঠোর। এছাড়া নিমার্ণকাজ চালু থাকায় শহরের বিভিন্ন স্থানে শ্রমিকদের আনাগোনা দেখা গেছে। জরুরী সেবাসমূহের দোকানপাট খোলা ও যান চলাচল করেছে। সরকারি-বেসরকারি অফিস সীমিত পরিসরে খোলা রয়েছে। দোকানপাট খোলা রাখায় ২ দোকানদারকে ও মাস্ক না পড়ায় দুইজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) কাওছার আহম্মেদ, ওসি মো. মুশফিকুর রহমানসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।