Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুন্সীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা : ছুটি শুরুর আগেই ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় মুন্সীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তৈরি হয়েছে যানজট। মেঘনা সেতু থেকে মেঘনা-গোমতী সেতুর গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটার এলাকার সড়কে বৃহস্পতিবার ভোর থেকে গাড়ি চলছে ধীর গতিতে। গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মো. কামারুজ্জামান রাজ জানান, চাপ বেশি থাকায় গাড়ি চলাচলে সময় লাগছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। ফাইল ছবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাপ থাকলেও মাওয়া ফেরিঘাটের পথে পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছেন তিনি।

মাওয়া পুলিশ ফাঁড়ির এসআই মো. মোশারফ হোসেন জানান, শিমুলিয়া ঘাটে খুব বেশি ভিড় নেই। ঢাকা-মাওয়া সড়কেও যানজট নেই। এ নৌ রুটে ১৬টি ফেরি চলাচল করছে। তবে নাব্য সঙ্কটের কারণে রো রো ফেরিগুলো কম যানবাহন তুলছে বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ