পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে নিয়ে রয়েল রিসোর্টে তৈরি হওয়া ঘটনার একদিন পর সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) তবিদ রহমান গতকাল এ তথ্য নিশ্চিত করেন।
কওমি মাদরাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে নিয়ে রয়েল রিসোর্টে গত শনিবার নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। এ ঘটনায় গত রোববার যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতার নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দেয় হেফাজত ঢাকা মহানগর ১০ নম্বর অঞ্চলের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ। এসময় তারা গণমাধ্যমকর্মীদের নামে বিষোদগার করতে করতে থানার ভেতর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে যান। স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়, যুবলীগের সভাপতির বাড়ি-গাড়ি ভাঙচুর করে হেফাজত। এ ঘটনার পর রাতেই ওসিকে বদলি করা হয়। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) তবিদ রহমান বলেন, ওসি রফিকুল ইসলামকে জনস্বার্থে বদলি করা হয়েছে। অপরদিকে ভাঙচুর ও হামলার ঘটনায় পুলিশের পক্ষ থেকে দুইটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সোনারগাঁ থানা পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।