রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নীলফামারীর সৈয়দপুরে চলমান করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত নির্দেশনা ও লকডাউন কার্যকর করা নিয়ে উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। গত রোববার রাতে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে সৈয়দপুর প্রেসক্লাবের নিজস্ব ভবনে এ সভা হয়।
সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ বলেন, নীলফামারী জেলায় করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে। সৈয়দপুর উপজেলায়ও করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এরই মধ্যে সরকার গত ৩০ মার্চ থেকে ১৮ দফা নির্দেশনা জারি ও সোমবার থেকে দেশে লকডাউন ঘোষণা করে। সরকার ঘোষিত নির্দেশনা ও লকডাউন কার্যকর করতে মাঠে থাকবে সৈয়দপুর উপজেলা প্রশাসন। আর এ জন্য তিনি ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় সৈয়দপুর প্রেসক্লাবের সহ-সভাপতি নজির হোসেন নজু, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন লুতু, কার্যকরী সদস্য নজরুল ইসলাম, কাজী জাহিদ, গোপাল চন্দ্র রায়, মেহেরুনিসা, এম ওমর ফারুক, আনোয়ার হোসেন প্রামানিক, মিজানুর রহমান মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।