Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রজ্ঞাপনে উল্লেখ না থাকলেও জরুরি সেবার মধ্যে থাকবে ‘গণমাধ্যম’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২১, ১০:৫৯ পিএম

মন্ত্রী পরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার জারিকৃত ৫ থেকে ১১ এপ্রিল লকডাউন ঘোষণার প্রজ্ঞাপনে উল্লেখ না থাকলেও জরুরি সেবার মধ্যে থাকবে ‘গণমাধ্যম’।

জারিকৃত প্রজ্ঞাপনে জরুরি সেবার মধ্যে গণমাধ্যম বা সংবাদপত্রের কথা উল্লেখ না থাকার বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপসচিব মোহাম্মদ শাফায়াত মাহবুব চৌধুরী গণমাধ্যমকর্মীদের একথা বলেন।

তিনি আরও বলেন, জরুরি সেবার আওতার তালিকা দীর্ঘ হওয়ায় সবগুলোর নাম উল্লেখ করা হয়নি। তবে সংবাদপত্র অবশ্যই জরুরি সেবার আওতাভুক্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণমাধ্যম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ