Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালীতে সংক্রমণরোধে সচেতনতামূলক কার্যক্রম

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

পটুয়াখালীতে জেলা প্রেসক্লাবের উদ্যোগে এক সচেতনামূলক কার্র্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে সদর রোডে কোভিড-১৯ দ্বিতীয় ধাপের সংক্রমণ প্রতিরোধে জনগণকে সচেতন করার জন্য মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে পটুয়াখালী প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভাপতি স্বপন ব্যানার্জি, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, সহ-সভাপতি অ্যাড. সোহরাব হোসেন, সাবেক সভাপতি নির্মল কুমার রক্ষিত, গোলাম কিবরিয়া, মো. জাকির হোসেনসহ প্রেসক্লাবের সদস্যগণ অংশগ্রহণ করেন।

জানা যায়, পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ১৪ জন নতুন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। যা করোনার দ্বিতীয় ধাপে সর্বোচ্চ। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৮৩৩ জন। করোনার শুরু হতে এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে মোট ১৫৮৮৭টি এবং জেলায় মোট মৃতের সংখ্যা ৪৪ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ