Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদ্মার তীররক্ষা প্রকল্প পরিদর্শনে উপমন্ত্রী

নড়িয়া (শরীয়তপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মার ডানতীর রক্ষা প্রকল্পের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে পানিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন এ প্রকল্প পরিদর্শন করেন তিনি।
এসময় তিনি বলেন, নড়িয়া-জাজিরা পদ্মার ডান তীর রক্ষা প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।

করোনাকালীন লকডাউনের সময়ও স্বাস্থ্যবিধি মেনে প্রকল্পের কাজ চলমান থাকবে। এছাড়া সুরেশ^র দরবার শরীফ সংলগ্ন প্রকল্পের বর্ধিতাংশের কাজ দ্রুত শুরু করা হবে। ইনশাআল্লাহ এবার বর্ষায় নড়িয়ার ১ ইঞ্চি মাটিও নদীতে ভাঙবে না। এ সময় শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীবসহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তার সঙ্গে ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ