Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে মাদক মামলায় ৩ জনের সাজা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২১, ৭:৪২ পিএম

মাদকের মামলায় দুইজনের ১৫ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- কক্সবাজার সদর থানার ফাঁসিয়াখালী এলাকার মৃত আলতাফ মিয়ার ছেলে মো. জসিম উদ্দীন ও ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার বাউখালী বানাই এলাকার মৃত হাশেম হাওলাদারের ছেলে মো. জাকির হোসেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৩ জুলাই বন্দর থানার নিমতলী বিশ্বরোডে পিকআপ থেকে র‌্যাব ৮০ হাজার ইয়াবা্ উদ্ধার করে। এ ঘটনায় তৎকালীন র‌্যাব-৭ এর ডিএমডি মো. আবুল হাসেম বাদি হয়ে বন্দর থানায় মামলা করেন। মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ নোমান চৌধুরী বলেন, মাদক মামলায় ছয় আসামির মধ্যে ২ আসামিকে সাজা দেন। ৪ জনকে খালাস দিয়েছেন আদালত ।
এদিকে কোতোয়ালী থানায় অপর একটি মাদক মামলায় মো. আব্দুল্লাহ নামের একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ দণ্ডাদেশ দেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ