Inqilab Logo

সোমবার, ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জনগণের খাদ্য নিরাপত্তা না দিয়ে জাতির সঙ্গে চরম তামাশা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২১, ৭:১৯ পিএম

দেশের এই কঠিন ও সঙ্কটপূর্ণ মুহূর্তে জনগণের খাদ্য নিরাপত্তা না দিয়ে হঠাৎ করে লকডাউনের ঘোষণা জাতির সঙ্গে চরম তামাশা বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি শায়খুল হাদিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, নির্বাহী সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা শেখ মুজিবুর রহমান, ভারপ্রাপ্ত মহাসচিব শায়খুল হাদিস মাওলানা ড.গোলাম মহিউদ্দিন ইকরাম

আজ রোববার এক বিবৃতিতে আরো বলেন,আমরা মনে করি রমজান মাসে ইবাদত-বন্দেগি বিঘœ ঘটানোর জন্যই এই লকডাউন। রমজান মাস কুরআন নাজিলের মাস। রমজান মাস রহমত, বরকত ও মুক্তির মাস। লকডাউনের নামে রহমত ও বরকত থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র প্রকৃত মুসলমান মেনে নিবে না। আমরা বিশ্বাস করি রমজান মাসে তারাবিতে কোরআন খতম করার বরকতেই এই করোনা মহামারি থেকে মুক্তি পাওয়া সম্ভব। নেতৃবৃন্দ আরো বলেন, লকডাউন দিতে একটি গোষ্ঠী মরিয়া হয়ে উঠেছে। তারা জনসাধারণকে আল্লাহর দরবারে বেশী বেশী তওবা-ইস্তেগফার করে স্বাভাবিক পরিস্থিতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের জন্য আহŸান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ