Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্ধ্যা ৬ টার পর বাইরে থাকা যাবে না

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২১, ১০:২০ এএম | আপডেট : ১২:০৮ পিএম, ৪ এপ্রিল, ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবারও সারাদেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার কিংবা মঙ্গলবার থেকে পরবর্তী ৭ দিনের জন্য লকডাউন ঘোষণার কথা রয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি রূপরেখা প্রধানমন্ত্রীর অনুমতি নেওয়ার জন্য তার দপ্তরে পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সে রূপরেখায় এবারও সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাসার বাইরে না যাওয়ার প্রস্তাব করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, লকডাউনের যে রূপরেখা তৈরি করা হয়েছে তাতে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘরের বাইরে যাওয়া নিষেধ করা হয়েছে। আর এ বিষয়টি বাস্তবায়ন করবে আইনশৃঙ্খলা বাহিনী। ৭ দিন লকডাউন থাকলেও স্বাস্থ্যবিধি মেনে শিল্প কারখানা খোলা রাখার কথা বলা থাকবে।

এর আগে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এক ভিডিও বার্তায় সোমবার থেকে ৭ দিনের জন্য লকডাউন দেওয়া হবে বলে জানান। একই সঙ্গে আরো জানান, লকডাউন চলাকালীন শিল্প কারখানা খোলা থাকবে।



 

Show all comments
  • ।।শওকত আকবর।। ৪ এপ্রিল, ২০২১, ১:০৯ পিএম says : 0
    ভয়াবহ এক চরম বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছি।সকালে এসে সব কটি অনুষ্ঠান বাতিল করে অগ্রিম বায়না ফেরৎ নিয়েছে।বিয়ে-সাদী অনুষঠানাদী আমাদের ব্যাবসা প্রতিষ্ঠানের চালিকা শক্তি।আলোকসজ্জার জন্য ৫০হাজার টাকার বাতি এখন শুধু পড়ে থাকলো কে দেবে খতিপুরন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ