Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লকডাউনের মেয়াদ আরও বাড়তে পারে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২১, ১০:০৩ এএম

প্রাণঘাতী করোনা পরিস্থিতি অবনতির কারণে সোমবার (০৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। শনিবার (০৩ এপ্রিল) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজ বাসভবনে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এ ঘোষণা দেন। তবে এক সপ্তাহ নয়, লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
শনিবার (০৩ এপ্রিল) বিভিন্ন সংবাদমাধ্যমকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আমরা বলছি, আপাতত ৭ দিনের জন্য মানুষের মুভমেন্টটা বন্ধ করতে। তবে এতে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে তাহলে লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হবে।
এর আগে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কয়েকদিন আগে দুই সপ্তাহের জন্য ১৮ দফা নির্দেশনা জারি করে সরকার। নির্দেশনায় সব ধরনের জনসমাগম (সামাজিক/রাজনৈতিক/ধর্মীয়/অন্যান্য) সীমিত, উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ, বিয়ে/জন্মদিনসহ যে কোনো সামাজিক অনুষ্ঠান উপলক্ষে জনসমাগম নিরুৎসাহিত করার নির্দেশনা দেয় সরকার।
১৮ দফা নির্দেশনায় আরো রয়েছে- মসজিদসহ সব ধর্মীয় উপাসনালয়ে যথাযথ স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করা, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে ধারণক্ষমতার ৫০ ভাগের অধিক যাত্রী বহন না করা, যান চলাচল সীমিত করা, বিদেশ হতে আগত যাত্রীদের ১৪ দিন কোয়ারেন্টিন নিশ্চিত করা, সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রাখা, সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ৫০ ভাগ জনবল দ্বারা পরিচালনা করা। এছাড়া গত ৩১ মার্চ বাংলাদেশ রেলওয়ে আগামী ১১ এপ্রিলের পর আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু সাময়িকভাবে বন্ধ করে দেয়। করোনা পরিস্থিতি অবনতির কারণে গত ১ এপ্রিল সব নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এছাড়াও দেশে চলমান বইমেলা, সামাজিক অনুষ্ঠান, বিনোদনকেন্দ্র ও অন্যান্য মেলা বন্ধের ঘোষণা দেয় সরকার।
এদিকে মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ২১৩ জনে। এছাড়া দেশের ইতিহাসে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫ হাজার ৬৮৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জনে।



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ৪ এপ্রিল, ২০২১, ১১:৩১ এএম says : 0
    আরো আগেই লকডাউন প্রয়োজন ছিল। পাশ্ববর্তী ভারতের পরিস্থিতি ভয়াবহ হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন হচ্ছে আবারও মহামারীর ভয়াবহতা শুরু এক সপ্তাহের লকডাউন সরকারের বিশাল দায়িত্ব কর্তব্য মানুষের জান মালের নিরাপত্তা বিশালাকার দরিদ্রতম জনগোষ্ঠীর জন্যে খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছনোর ব‍্যবস্থা করা দেশের অর্থনীতির লাইফ লাইন গতি ঠিক রাখা আটার কোটি মানুষের জীবনের নিরাপত্তাব্যবস্থার বিরাট দায়িত্ব অর্থশালীরা দরিদ্রতম জনগোষ্ঠীকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ঐক্যবদ্ধ জাতি হয়ে রাষ্ট্রের নির্বাহী প্রধান মাননীয় প্রধানমন্ত্রী কে সহযোগিতা করা। সরকারের আদেশ নিষেধাজ্ঞা আইন শৃংখলা বাহিনী কে সহযোগিতা করা নৈতিক দায়িত্ব কর্তব্য। এটি সারা বিশ্বের পরিস্থিতি আজাব গজব পকৃতির অভিশাপ অদৃশ্য শক্তিশালী ভাইরাসের আক্রমণগুলো চিহ্নিত করেছে বিজ্ঞানীরা বিভিন্ন ভাবে এটি লকডাউনে নিয়ত্রনের কৌশলমাত্র। আল্লাহ ভাল জানেন। দেশের মানুষের জীবনের নিরাপত্তা শান্তি শৃংখলার জন্যে যার যার অবস্থান হতে রাহমানের রাহিম আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করা উচিৎ। আল্লাহ্ সবাইকে হেফাজত করুন। সমুহ যোদ্ধারা আইন শৃংখলা বাহিনী ডাক্তার নার্সদের প্রতি আল্লাহ রহম করুন হেফাজতের মাঝে রাখুন। আমিন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ