Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

লকডাউন ঘোষণায় অস্থির বাজার

বাজার অস্থির করার অপপ্রয়াস সরকার মেনে নেবে না : ওবায়দুল কাদের আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত পণ্য কিনবেন না : বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

মাহে রমজানকে সামনে রেখে কিছু কিছু পণ্যের দাম বাড়ছিল। এবার লকডাউনের ঘোষণা আসার কয়েক ঘণ্টার মধ্যেই আরও অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। সরকারের কোনও হুমকি-ধামকি কাজে আসছে না। স্বভাবগতভাবেই একশ্রেণির ক্রেতা হুমড়ি খেয়ে পড়েছে বাজারে এবং পাড়ামহল্লার দোকানে। আর অসাধু ব্যবসায়ীরাও সেই সুযোগটি লুফে নিচ্ছে। এখন চলছে- চাল, ডাল, তেল, পেঁয়াজসহ নিত্যপণ্য কেনাকাটার ধুম। লকডাউন শুরু হলে সব কিছু বন্ধ হয়ে যাবে- এ আশঙ্কায় নিত্যপণ্য মজুতের যেন প্রতিযোগিতা শুরু হয়েছে।

প্রতিবছর রমজান এলেই একশ্রেণির ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে দেয়, যা শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল সকালে তিনি তার সরকারি বাসভবনে দেয়া ব্রিফিংয়ে এই কথা বলার সঙ্গে এক সপ্তাহ লকডাউনের ঘোষণা দেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই বাজার নতুন করে অস্থির হয়ে উঠে।

ব্রিফিংয়ে ওবায়দুল কাদের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাজার অস্থির করার যে কোনও অপপ্রয়াস সরকার মেনে নেবে না। অহেতুক মূল্যবৃদ্ধি ও মজুতদারি নিয়ন্ত্রণে সরকার সতর্ক। ইতোমধ্যে সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণ করে দিয়েছে। কোনও ধরনের সিন্ডিকেটের কাছে সরকার বাজার ব্যবস্থাকে জিম্মি হতে দেবে না। সরকার তথা মন্ত্রীর এসব হুঁশিয়ারিকে তোয়াক্কা না করেই বেড়ে গেছে- তেল, পেঁয়াজ, সবজি, ডিম, আলুসহ সব ধরনের নিত্যপণ্যের দাম। সরকার নির্ধারিত দামে কখনোই কোনও পণ্য বিক্রি হয়নি বলে জানিয়েছেন ক্রেতারা।

গতকাল সকালে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল দেশি পেঁয়াজ। লকডাউন ঘোষণার পর সেই পেঁয়াজ বিকেলে বিক্রি হয় ৪০ টাকায়। স্থান ভেদে তা ৪৫ টাকায়ও বিক্রি হয়েছে। চালের দাম আগে থেকেই সরকারের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে চলে গেছে নিয়ন্ত্রণের বাইরে। ৫৫ টাকার নিচে খাওয়ার উপযোগী মোটা চাল নেই। ৭০ টাকার নিচে নেই চিকন চাল। লকডাউনের এক ঘোষণায় প্রতি ডজন ডিমের দাম বেড়েছে ১৫ টাকা। আন্তর্জাতিক বাজারদরের দোহাই দিয়ে ভোজ্যতেল বিশেষ করে সয়াবিন তেল আগে থেকেই বেশি দামে বিক্রি করছে কোম্পানিগুলো। এমন পরিস্থিতিতে সরবরাহ সংকটের কথা বলে বাড়তি সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা। ১৪০ টাকা লিটার দরের সয়াবিন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫২ টাকা লিটার দরে। আশঙ্কা করা হচ্ছে লকডাউন ঘনিয়ে এলে দাম আরও বাড়তে পারে।

এদিকে রোজা ও ঈদকে সামনে রেখে লকডাউনের এক সপ্তাহ দিনে অন্তত চার ঘণ্টার জন্য ব্যবহারিক বিলাসী পণ্যের পাইকারি দোকান খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। গতকাল সারা দেশে লকডাউন ঘোষণার পর তারা এ দাবি জানিয়ছেন। সংগঠনের সভাপতি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সাবেক সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে আমি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউসের সঙ্গে কথা বলে দাবিটি জানিয়েছি। তারা বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছেন বলে আমাকে জানিয়েছেন।

কারণ ব্যাখ্যা করে হেলাল উদ্দিন জানিয়েছেন, যেহেতু গত রমজান এবং ঈদে দেশের সব মার্কেট বন্ধ ছিল একই লকডাউনের কারণে, এবারও যদি বন্ধ থাকে তাহলে বিলাসী পণ্য বিশেষ করে ঈদের জামাকাপড়, কসমেটিকসের মতো পণ্যের ব্যবসায়ীরা মাঠে মারা যাবেন। আপাতত এসব পণ্যের পাইকারি মার্কেট খোলা রাখার অনুমতি চাই আমরা। কারণ এই মুহূর্তে এসব পণ্যের খুচরা বিক্রি শুরু হয়নি। চলছে পাইকারি পর্যায়ের বিক্রি। তাই আমরা এই সুযোগটি দৈনিক মাত্র চার ঘণ্টার জন্য চেয়েছি।

এদিকে দেশের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে লকডাউনেও অভিযান চালানোর ঘোষণা দিয়েছে র‌্যাব। করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় আগামীকাল (৫ এপ্রিল) থেকে সারা দেশে লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার। এসময়ে যাতে অসাধু চক্র সুবিধা নিতে না পারে সেজন্য লকডাউনেও গোয়েন্দা নজরদারি ও র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, লকডাউনের সুযোগ নিয়ে যাতে কোনও অসাধু চক্র জিনিসপত্রের দাম বাড়াতে না পারে সেই লক্ষ্য নিয়ে র‌্যাব মাঠে থাকবে। র‌্যাবের গোয়েন্দা নজরদারিও থাকবে।

কাওরানবাজারের নিত্যপণ্যের পাইকারি ব্যবসায়ী শফিকুল ইসলাম লালমিয়া জানান, এখন চলছে রোজার বেচাকেনা। রোজা উপলক্ষে রাজধানীর খুচরা ব্যবসায়ীরা পণ্যের মজুদ গড়ছেন। এমন সময় লকডাউনের ঘোষণায় শনিবার দুপুরের পর থেকে পণ্যের বেচাকেনা বেড়েছে কয়েকগুণ। খুচরা ব্যবসায়ীদের অভিমত, যেহেতু লকডাউনে নিত্যপণ্যের দোকান খোলা থাকবে, কিন্তু যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকবে, সেসময় পরিবহন খরচও বাড়বে। তাই আগেভাগেই অতিরিক্ত পণ্য কিনে রাখছেন তারা।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গণমাধ্যমকে বলেছেন, বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। চলবে গোয়েন্দা নজরদারি। আতঙ্কিত হয়ে ক্রেতাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনার পরামর্শ দিচ্ছি। আতঙ্কিত হবেন না। কোনও পণ্যেরই ঘাটতি নেই। দেশে পর্যাপ্ত পরিমাণের নিত্যপণ্য মজুদ রয়েছে।

চট্টগ্রামে বাজারে ভিড়
চট্টগ্রাম ব্যুরো : এক সপ্তাহের লকডাউন ঘোষণার পর চট্টগ্রামের কাঁচাবাজারে ক্রেতার ভিড় লেগেছে। গতকাল শনিবার দুপুরের পর থেকে নগরীর হাট-বাজারে ক্রেতা সমাগম বাড়তে থাকে। অনেকে অতিরিক্ত পণ্য কিনছেন। আবার অনেকে আসন্ন মাহে রমজানের বাজারও সেরে নিচ্ছেন। ব্যবাসয়ীরা বলছেন সপ্তাহের প্রথম শনিবার এবং মাসের শুরু। তার উপর সামনে রমজান থাকায় ক্রেতার ভিড় এমনিতেই বেশি। তার উপর লকডাউনের ঘোষণায় বাজারে ক্রেতার স্রোত নামছে। হঠাৎ ক্রেতা বেড়ে যাওয়ায় কিছু কিছু পণ্যের সঙ্কট দেখিয়ে অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ করছেন ক্রেতারা।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা আসার পর নগরবাসী বাজারমুখী হতে শুরু করেন। যদিও এর আগে শুক্রবার জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরীতে সন্ধ্যা ছয়টার পর ওষুধের দোকান ও কাঁচাবাজার ছাড়া অন্য সবকিছু বন্ধ রাখার গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এরপরও লকডাউনের সময় চলাচল সীমিত হতে পারে এবং বাজারে নিত্যপণ্যের সঙ্কট দেখা দিতে পারে এমন আশঙ্কায় অনেকে বেশি করে ভোগ্যপণ্য কিনে রাখছেন। বিশেষ করে চাল, ডাল, তেল, আলুর মতো পণ্য প্রয়োজনের চেয়ে বেশি করে কিনে রাখছেন অনেকে।

গতকাল বিকেলে নগরীর রেয়াজুদ্দিন বাজার, চক বাজার, বহদ্দারহাট কাঁচা বাজার, আগ্রাবাদ কর্ণফুলী বাজার, কাজির দেউড়ি বাজার, স্টিল মিল, পাহাড়তলী বাজার, ষোল শহর কর্ণফুলী বাজারসহ নগরীর ছোট বড় সব বাজারে ছিলো উপচেপড়া ভিড়। এসব বাজারের প্রবেশ পথে রীতিমত যানজটের সৃষ্টি হয়। মাছ গোশত শাক-সবজির দোকানের পাশপাশি মুদি দোকানেও ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। ব্যবসায়ীরা বলছেন, স্বাভাবিক সময়ের তুলনায় ক্রেতাদের অনেকে বেশি পণ্য কিনছেন। আজ রোববারও বাজারে এমন ভিড় থাকবে বলে জানান ব্যবসায়ীরা। এদিকে ফের লকডাউন ঘোষণায় উৎকন্ঠায় নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।



 

Show all comments
  • MD Abul Kalam ৪ এপ্রিল, ২০২১, ১২:৩৩ এএম says : 0
    হঠাৎ করে লকডাউন সাধারণ মানুষের ভোগান্তি ছাড়া আর কিছু নয়! সারাদেশে সরকার ও মানুষের কোনো প্রস্তুতি নেই, আগাম দেশবাসীকে জানানো উচিত ছিল।
    Total Reply(0) Reply
  • R Mahmud ৪ এপ্রিল, ২০২১, ১২:৩৩ এএম says : 0
    চলমান পরিস্থিতি মোড় ঘোরানোর জন্য হয়তো সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন।
    Total Reply(0) Reply
  • Anjon Mahmud Talukder ৪ এপ্রিল, ২০২১, ১২:৩৩ এএম says : 0
    লকডাউন দেওয়ার আগে প্রতিটা মানুষের এক সপ্তাহের খাবার নিশ্চিত করুন।বেচে থাকার নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়ে দেশ এক সপ্তাহ না এক বছরের জন্য লকডাউন করে দিলেও কেউ কোনো কথা বলার সাহস করবেনা।
    Total Reply(0) Reply
  • Nagib Mahfuzur Rahman Dipto ৪ এপ্রিল, ২০২১, ১২:৩৪ এএম says : 0
    আগেরবার লকডাউন দেওয়ায় সংক্রমণ থামানো তো যায়ই নি, উল্টো অনেক নিম্ন/মধ্যবিত্ত পরিবার নিঃস্ব হয়ে গেছে। এইসব লকডাউনের জন্য গরীব মানুষেরা করোনায় না মরলেও না খেতে পেয়ে ঠিকই মরবে। সংক্রমণ ঠেকানোর সবচেয়ে কার্যকরী পদক্ষেপ হচ্ছে স্বাস্থ্যবিধি কড়াকড়ি করা, মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা। স্বাস্থ্যবিধি না মানলে প্রয়োজনে কঠোর শাস্তি দেওয়া হোক, তবে লকডাউন একেবারেই নয়। স্বাস্থ্যবিধির উপর কড়াকড়ি আরোপ করেই সংক্রমণ ঠেকানো সম্ভব, লকডাউন দিয়ে নয়।
    Total Reply(0) Reply
  • Faruk Hossain ৪ এপ্রিল, ২০২১, ১২:৩৪ এএম says : 0
    ধনীদের ভয় করোনায়। আর গরীবের ভয় লকডাউনে
    Total Reply(0) Reply
  • Môhâmmâd Âbû Sâêêd ৪ এপ্রিল, ২০২১, ১২:৩৫ এএম says : 0
    কিসের লকডাউন! আবার খাটের নিচে তেলের খনি পাওয়া যাবে!. মধ্যবিত্ত আর গরিব মানুষগুলো রমজান মাসে খাদ্যদ্রব্য ক্রয় করতে যেয়ে জ্ঞান হারাবে।
    Total Reply(0) Reply
  • Md Shahinur Islam ৪ এপ্রিল, ২০২১, ১২:৩৫ এএম says : 0
    শিল্পকারখানায় করোনা ঢুকতে পারে না অর্থাৎ করোনা মুক্ত গার্মেন্টস ও শিল্পকারখানাগুলো!! আমাদের সবাইকে শিল্পকারখানায় রাখা হোক যেহেতু ওখানে করোনা পৌঁছাতে পারে না!!
    Total Reply(0) Reply
  • Md Princh Khan ৪ এপ্রিল, ২০২১, ১২:৩৬ এএম says : 0
    এটাকে লকডাউন বলে না, এটাকে বলে আপ-ডাউন, কিছু মানুষের অর্থনীতি থাকবে উপরের দিকে আর কিছু মানুষের অর্থনীতি থাকবে নিচের দিকে মাঝে আছেন সরকারি চাকুরিজীবীরা।
    Total Reply(0) Reply
  • ফাহমিদা সুলতানা ৪ এপ্রিল, ২০২১, ১২:৩৬ এএম says : 0
    অসহায় মানুষগুলে আবারও না খেয়ে মরবে। সরকার বিবেচনা করা উচিৎ ছিল এ-ইটা
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ