Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

লবণ পানিতে পিচ্ছিল মহাসড়ক

পটিয়ায় বাড়ছে দুর্ঘটনা

এস কে এম নুরহোসেন, পটিয়া (চট্টগ্রাম) থেকে | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া ইন্দ্রপুল লবণ শিল্প এলাকায় লবণের পানি পড়ে মহাসড়ক পিচ্ছিল হওয়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ২০১৭ থেকে ২০২১ সালের ফেব্রæয়ারি মাস পর্যন্ত ৬টি দুর্ঘটনায় অন্তত ৭জন ব্যক্তি প্রাণ হারিয়েছে। এতে আহত হয়েছে প্রায় ১৫ জন। গত ২৬ ফেব্রæয়ারি মোটরসাইকেল দুর্ঘটনায় মফিজুল ইসলাম নামের একজন অ্যাডভোকেট সর্বশেষ প্রাণ হারায়। চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া গ্রামের অ্যাভোকেট মফিজুল ইসলাম সন্ধ্যায় তার একজন সঙ্গী নিয়ে চট্টগ্রাম নগরীতে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় ইন্দ্রপুল এলাকায় মোটরসাইকেল পিছলে পড়ে দুর্ঘটনায় তার মৃত্যু ঘটে। ১৯৫০ সালে প্রতিষ্ঠা হয় ইন্দ্রপুল লবণ শিল্প। কক্সবাজার জেলার বিভিন্ন স্থান থেকে নদী পথে বোট দিয়ে ইন্দ্রপুল এলাকায় কাঁচা লবণ এনে তা যাতাকলের মাধ্যমে লবণ শোধন করা হতো। স্বাধীনতার পর তৈরি হয় ক্রাশিং লবণ মিল। পটিয়ায় বর্তমানে ৪১টি লবণ মিল রয়েছে। গত ১৫/২০ বছর ধরে কক্সবাজার জেলা থেকে ট্রাক যোগে এ লবণ পটিয়া ইন্দ্রপুল ক্রাশিং মিলে এনে আয়োডিন যুক্ত লবন তৈরি করা হয়। ট্রাকগুলো লবণ মিলের পাশে মহাসড়কের ওপর দাড়িয়ে থাকার কারণে লবণের পানি পড়ে মহাসড়ক পিচ্ছিল হয়ে যায়। এতে যানবাহন দুর্ঘটনার শিকার হয়। বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে বলে এলাকার লোকজন জানায়।

পটিয়া ইন্দ্রপুল লবণ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হক আল্লাই জানিয়েছেন লবণ ট্রাক মহাসড়ক থেকে দূরে রাখতে এখানে পৌর কর্তৃপক্ষ একটি ট্রাক টার্মিনাল দিয়েছিলেন। সেখানে একটি শৌচাগারও ছিল। গত ২০২০ সালে ইন্দ্রপুলব্রিজ নির্মাণ করার সময় ট্রাক টার্মিনাল তুলে দিয়ে শৌচাগার ভেঙে সড়ক ও জনপথ বিভাগ ব্রিজ নির্মাণের মালামাল রেখেছে। এছাড়া সেখানে মাটি তোলার কারণে সড়ক পিচ্ছিল হয়ে গেছে।

বর্তমান নবনির্বাচিত পৌর মেয়র আইয়ুব বাবুল ইন্দ্রপুল লবন শিল্প এলাকায় দুর্ঘটনার কারণে লোকজন হতাহতের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এছাড়া মহাসড়কের আশপাশ এলাকায় লবনের পানিতে পিচ্ছিল ও কর্দমাক্ত যাতে না হয় সে ব্যবস্থা নিতে ইন্দ্রপুল লবন শিল্প মালিক সমিতিকে গত ১৮ মার্চ চিঠি দিয়েছে। বিষয়টি তিনি বিভিন্ন প্রশাসনিক উর্ধতন কর্মকর্তাকে চিঠির মাধ্যমে অবহিত করেছে।

এ ব্যাপারে পটিয়া ইন্দ্রপুল লবণ শিল্প মালিক সমিতির সভাপতি ও সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশিদ থেকে জানতে চাইলে তিনি জানান, লবণের ট্রাক যাতে মহাসড়কের ওপর না রাখে সে ব্যাপারে মিল মালিকদের নোটিশ দেয়া হয়েছে। যদি কেউ নোটিশ অমান্য করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ