Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৌলতপুরে ৬ ঘর ভস্মীভূত ১২ ছাগল ও ২ গরুর মৃত্যু

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

কুষ্টিয়ার দৌলতপুরে আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে ৪ জনের ৬টি ঘর। আগুনে দগ্ধ হয়ে মারা গেছে ১২টি ছাগল ও ২টি গরু। গত শুক্রবার রাত ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পচামাদিয়া গ্রামে গোয়াল ঘরে মশা তাড়ানো আগুন থেকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী জানায়, ইসলাম হালসানার গোয়ালঘরে মশা তাড়ানোর আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে আগুন মা মেহেরুন্নেছা, ভাই একরামুল হক হালসানা ও প্রতিবেশী মৃত আরজান আলীর স্ত্রী মমেজাননেছার বাড়িতে ছড়িয়ে পড়ে।

এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ হলেও আগুনে ভস্মীভূত হয় ৪ জনের ৬টি ঘর, ঘরের আসবাবপত্র, খাদ্যশস্য। আগুনে দগ্ধ হয়ে মারা যায় গোয়াল ঘরে থাকা ১২টি ছাগল ও ২টি গরু। আগুনে তাদের কয়েক লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ