Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিবি পরিচয়ে টাকা লুট

সিংগাইর (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

সিংগাইর বাজারের মাছ ব্যবসায়ীদের ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ১ লাখ ৭ হাজার টাকা, ৫টি মোবাইল লুট করে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। গত শুক্রবার ভোর ৬টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ধল্লা শহিদ রফিক সেতুর পূর্বপাশের ডালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মাছ ব্যবসায়ীরা হলেন-উপজেলার জয়মন্টপ গ্রামের মৃত. গোবিন্দ রাজবংশীর ছেলে পাগলা (৫৫), সিংগাইর পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লার সুরেশ মালোর ছেলে পরিতোষ (৪২), একই মহল্লার মহাদেবের ছেলে শ্যামল (৪৫) সংকর মালোর ছেলে মিহির মালো (৪৫) মৃত. ধর্মচানের ছেলে দিপু মালো (৪৫)। ভুক্তভোগীদের মধ্যে পরিতোষ জানান, প্রতিদিনের ন্যায় আমরা ৫ জন মাছ ব্যবসায়ী গত শুক্রবার ভোরে সাভার ফুলবাড়িয়া মাছের আড়তে হ্যালোবাইক যোগে মাছ ক্রয়ের উদ্দেশ্য রওনা দেই। পথিমধ্যে শহিদ রফিক সেতুর পূর্বপাশে ডালে পৌঁছানো মাত্র পেছন থেকে মাইক্রোবাস যোগে ৭-৮ জন লোক ডিবি পরিচয়ে আমাদের গাড়ি গতিরোধ করে। এবং আমরা মাদক ব্যবসায়ীর সাথে জড়িত অভিযোগ তুলে ওদের গাড়িতে ওঠায়।

পরে অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের কাছে থাকা ১ লাখ ৭ হাজার টাকা, ২টি দামি মোবাইল, ৩টি বাটন মোবাইল হাতিয়ে নিয়ে ৪ জনকে সাভার ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড নামিয়ে দেয়। আর আমাকে আশুলিয়া নন্দন পার্কের সামনে নামিয়ে দেয় বলে জানান তিনি।

এ ব্যাপারে সিংগাইর পৌর কাউন্সিলর সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন-ঘটনাটি সাভার থানা এলাকা হওয়ায় সিংগাইর থানায় অভিযোগ নেয়নি। আর ভুক্তভোগীরাও সাভার থানা গিয়ে অভিযোগ দেয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ