Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় ভারতের সহকারি হাই কমিশনার উদ্বোধন করলেন আধুনিক হোটেলের

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২১, ১১:১৬ পিএম

ভারতীয় সহাকারী হাই কমিশনার রাজশাহী শ্রী সঞ্জীব কুমার ভাটী বলেছেন, বগুড়াকে ঘিরে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র হিসেবে এই জেলায় মহাস্থানগড়ের মতো ঐতিহাসিক স্থাপনা রয়েছে শুধু তাই নয় সকল দিক দিয়ে অত্যন্ত সমৃদ্ধ পুরো বগুড়া জেলা তাই পর্যটনখাত নিয়ে আরো বেশী গুরুত্ব দিলে ভারতীয় পর্যটকদেরই ব্যাপক ভীড় হবে বগুড়ায় বলে আশা করেন তিনি।
শুক্রবার বগুড়া শহরের জলেশ^রীতলা আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন হোটেল লা ভিলা’র উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন।
হোটেল লা ভিলা’র ব্যবস্থাপনা পরিচালক মেহেদী মো: মুরাদ এবং পরিচালক ফজলে রাব্বী’র ব্যবস্থাপনায় ফলক উন্মোচন, কেক কর্তন ও ফিতা কেটে হোটেলের যাত্রার শুভ সূচনা করার পর উদ্বোধনী বক্তব্যে সঞ্জীব ভাটি আরো বলেন, ভারত ও বাংলাদেশের বন্ধুত্ব অনেক শক্ত যা দীর্ঘদিনের। করোনা পরিস্থিতি মোকাবেলাতেও ভ্যাকসিন প্রাপ্তির ক্ষেত্রেও ভারত যথাসম্ভব সহযোগিতা করে যাচ্ছে। সর্বদা দুই দেশের এই সম্পর্কের বন্ধন অটুট থাকলেই ইতিবাচক পরিবর্তন বয়ে আনা সম্ভব মর্মে অভিব্যক্তি প্রকাশ করে তিনি তার বক্তব্যে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতার জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধু ও মুক্তিযুুদ্ধে শহীদ সকলের প্রতি শ্রদ্ধা জানায়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জু রায়ের সার্বিক পরিচালনায় শহরের প্রাণকেন্দ্রে আধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে স্থাপিত এই হোটেল ও রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক, কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক, বগুড়া পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিন সরকার, জে.বি গ্রুপের চেয়ারম্যান মোস্তফা মাহমুদ শাওন, আর.বি গ্রুপের চেয়ারম্যান প্রদীপ কুমার প্রসাদ, হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন বগুড়ার সভাপতি নজরুল ইসলাম সেলিম, জলেশ^রীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ্যাডোনিস বাবু তালুকদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ, সহ-সভাপতি অতুল সাহা, সাংগঠনিক সম্পাদক শেখর রায় প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ