পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনার ভয়াবহ সংক্রমণের মধ্যেও ঢাকা ও ঢাকার বাইরে বিভাগীয় ও জেলা শহরগুলোতে ধুমধাম করে বিয়ে-সাদীসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান হচ্ছে। এতে করে ঢাকার বাইরেও সংক্রমণ দিন দিন বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, সারাদেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ আবারও বেড়ে গেছে। ১২ দিন আগেও দেশে উচ্চ সংক্রমিত ঝুঁকিপূর্ণ জেলা ছিল ৬টি। কিন্তু এর মধ্যে এই সংখ্যা বেড়ে ২৯টিতে দাঁড়িয়েছে। জানা গেছে, ঢাকা থেকে রওনা দিয়ে ঢাকার বাইরে বিভাগীয়, জেলা বা উপজেলা শহরে ধুমধাম করে পালিত হচ্ছে বিয়ে-সাদীসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান। গতকাল শুক্রবার কুমিল্লার চান্দিনায় এরকম তিনটি বিয়ের অনুষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। দুপুরে চান্দিনা উপজেলার তিনটি বিয়ে অনুষ্ঠানে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বিশেষজ্ঞদের মতে, করোনার সংক্রমণ থেকে রক্ষার জন্য এক্ষুণি বন্ধ করতে হবে বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান। তা না হলে পরিস্থিতি এতোটাই ভয়াবহ হবে যে তা সামাল দেয়া খুবই কঠিন হবে।
এদিকে, দেশে দ্রæত বাড়তে থাকা করোনাভাইরাসের বিস্তার রোধে অবিলম্বে বইমেলা, সামাজিক অনুষ্ঠান, বিনোদনকেন্দ্রসহ যেকোনো ধরনের মেলা বন্ধের সুপারিশ করেছে কভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। গত বৃহস্পতিবার জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। কমিটির সভায় এসব সুপারিশ গৃহীত হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, রোগ প্রতিরোধের জন্য অবিলম্বে সামাজিক অনুষ্ঠান, বিনোদনকেন্দ্র, বইমেলা ও অন্যান্য মেলা বন্ধ করা দরকার। একই সঙ্গে পরিবহনে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরার বিষয়ে এরই মধ্যে যেসব নির্দেশনা দেয়া হয়েছে, সেসব যাতে পালন করা হয়, তার ব্যবস্থা নিতে হবে। ধর্মীয় আচার-অনুষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্দেশনা নেয়ার পরামর্শ দিয়েছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার স¤প্রতি যে ১৮ দফা নির্দেশনা জারি করেছে, তা কার্যকর করার জন্য বাস্তবায়ন কর্মসূচি বা প্রস্তুতির জন্যও সুনির্দিষ্ট নির্দেশনা প্রয়োজন বলে এ কমিটি মনে করছে। সুপারিশে বলা হয়েছে, প্রতিদিন নতুন রোগী বাড়তে থাকায় হাসপাতালগুলোর কভিড ইউনিটগুলোতে সাধারণ ও আইসিইউ শয্যা বাড়ানো প্রয়োজন। সেই সঙ্গে ঢাকার বাইরে মেডিকেল কলেজগুলোর সক্ষমতা বাড়াতে হবে, যাতে এলাকার রোগীদের সেখানেই প্রয়োজনীয় চিকিৎসা দেয়া যায়। করোনাভাইরাসের পরীক্ষা করতে আসা মানুষ যাতে সহজে সেবা পায়, তার ব্যবস্থা করার পাশাপাশি আগামী দিনগুলোতে পরীক্ষার চাহিদা বাড়তে পারে জানিয়ে প্রস্তুতি নিতে বলা হয়েছে সুপারিশে। সরকার পোস্ট ভ্যাকসিনেশন সার্ভিলেন্সের যে উদ্যোগ নিয়েছে, তাকে একটি ভালো উদ্যোগ হিসেবে বর্ণনা করেছে জাতীয় কমিটি। পাশাপাশি সংক্রমণের গতি-প্রকৃতি বুঝতে জেনেটিক সিকোয়েন্সিংয়ে জোর দিয়ে প্রয়োজনীয় নির্দেশনা ও আর্থিক সংস্থানের ব্যবস্থা করতে বলা হয়েছে কমিটির সুপারিশে।
জানা গেছে, ঢাকা থেকে প্রতিনিয়ত বিয়ের আয়োজন নিয়ে মানুষ ঢাকার বাইরে যাচ্ছে। এতে করে জেলা বা উপজেলা শহরের কমিউনিটি সেন্টার বা বড় বড় রেস্টুরেন্টগুলোতে সামাজিক অনুষ্ঠান লেগেই আছে। ঢাকার ডেমরার বাসিন্দা মিজানুর রহমান জানান, গত সপ্তাহে তার ভাইয়ের বিয়ের আয়োজন ছিল বরিশালে। সন্ধ্যায় প্রায় দেড়শ বরযাত্রীসহ তারা লঞ্চে করে রওনা করেন। পরদিন দুপুরে বরিশালের এক কমিউনিটি সেন্টারে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানে কনে পক্ষের আরও অন্তত: ৬শ মানুষ যোগ দেয়। রাতে আবার বর-কনে নিয়ে তারা লঞ্চে করে ঢাকার পথে রওনা করেন। এমনিভাবে করোনার ভয়াবহতার মধ্যেও ঢাকার বাইরে হাজার মানুষের সমাগমে বিয়ে বা সামাজিক অনুষ্ঠান চলছেই।
এদিকে, গতকাল কুমিল্লার চান্দিানা উপজেলায় এমনি বিয়ের অনুষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন ওসি শাসমউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ। অভিযানে চান্দিনা থানা সংলগ্ন কুটুম্ববাড়ি কমিউনিটি সেন্টারের মালিককে পাঁচ হাজার, পৌর আধুনিক কমিউনিটি সেন্টারের ইজারাদারকে পাঁচ হাজার এবং পৌরসভার ছায়কোট এলাকার এক বিবাহোত্তর বৌভাত অনুষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ জানান, করোনাভাইরাস সংক্রামণ বৃদ্ধিতে সকল প্রকার সামাজিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান সীমিত করার নির্দেশনা থাকলেও নির্দেশনা অমান্য করে দুটি কমিউনিটি সেন্টার বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়ায় তাদেরকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অপরদিকে ছায়কোট এলাকায় হাজারো লোকের আয়োজনে বিবাহোত্তর অনুষ্ঠান করায় বরের পিতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১২ দিন আগেও দেশে উচ্চ সংক্রমিত ঝুঁকিপূর্ণ জেলা ছিল ৬টি। কিন্তু এর মধ্যে এই সংখ্যা বেড়ে ২৯টিতে দাঁড়িয়েছে। জেলাগুলোর মধ্যে রয়েছে- ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফেনী, চাঁদপুর, নীলফামারী, সিলেট, টাঙ্গাইল, গাজীপুর, কুমিল্লা, রাজবাড়ী, শরীয়তপুর, কুড়িগ্রাম, নরসিংদী, নোয়াখালী, ল²ীপুর, মাদারীপুর, নওগাঁ ও রাজশাহী। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, তারা প্রতি সপ্তাহেই করোনাভাইরাস সংক্রমণের গতিধারা দেখে উচ্চ সংক্রমিত ঝুঁকিপূর্ণ জেলা চিহ্নিত করেন। গত ১৩ মার্চ তথ্য-উপাত্ত বিশ্লেষণকালে তারা উচ্চ সংক্রমিত জেলার সংখ্যা মাত্র ছয়টি পান। পরবর্তীতে এক সপ্তাহের ব্যবধানে ২০ মার্চ এ সংখ্যা বেড়ে ২০টি এবং ২৪ মার্চ বিশ্লেষণে এ সংখ্যা বেড়ে ২৯টিতে দাঁড়ায়। তিনি বলেন, আমরা যদি সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে চাই, একজনের কাছ থেকে আরেকজনে সংক্রমণ বন্ধ করতে চাই তাহলে প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শুধুমাত্র উচ্চ সংক্রমিত ২৯টি জেলা নয়, আমাদের দেশের সবাইকে সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শতভাগ মানুষকে মাস্ক পরিধান করা নিশ্চিত করতে হবে। আমরা ইতোপূর্বে সাবান দিয়ে হাত ধৌত করার যে অভ্যাসটি করেছিলাম, সেটা অনেক ভালো ফলাফল বয়ে এনেছিল। করোনা সংক্রমণ হ্রাসের পাশাপাশি ডায়রিয়া আক্রান্তের সংখ্যাও কমে গিয়েছিল। সুতরাং হাত ধোয়ার অভ্যাসটিতে আবার ফিরে যেতে হবে এবং যত দূর সম্ভব সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। জীবন ও জীবিকাকে ব্যাহত না করে যত দূর সম্ভব সামাজিক দূরত্ব বজায় রাখার সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ কেন্দ্রীয়ভাবে নাকি স্থানীয়ভাবে হবে, এমন প্রশ্নের জবাবে ডা. ফ্লোরা বলেন, স্থানীয় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্যবিভাগ যৌথভাবে স্থানীয় সংক্রমণ পরিস্থিতি পর্য়ালোচনা করে সম্ভাব্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।