বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জেলার মহেশপুরে গলায় ওড়নায় ফাঁস লেগে তিন্নি (১৫) নামে এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মহেশপুর পাইলট বালিকা বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী তিন্নি মহেশপুর পৌর এলাকার হঠাৎপাড়ার আবু সুফিয়ানের মেয়ে। পারিবারিক সুত্রে জানা গেছে, গত ১৮ মার্চ ভ্যানে চড়ে আত্মীয় বাড়িতে যাচ্ছিলো তিন্নি। এ সময় গলায় ওড়না জড়িয়ে ফাঁস লেগে মারাক্তক জখম হয় সে। দ্রুত তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি ঘটে। পরবর্তীতে তাকে ঢাকায় নিয়ে চিকিৎসা করানো হয়। কিছুটা সুস্থতা অনুভব করলে তিন্নিকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যবেক্ষনে রাখা করা হয়। গত ৩১ মার্চ তিন্নির শারিরীক অবস্থার অবনতি ঘটলে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুর্ঘটনার ১২দিন পর চিকিৎসাধীন অবস্তায় শুক্রবার তার মৃত্যু ঘটে। তিন্নির মৃত্যুতে তার সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।