বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটে স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই অনুষ্ঠিত হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষা। করোনা সংক্রমণরোধে প্রতিটি কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। তবে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করানো হলেও কেন্দ্রের বাইরে দেখা গেছে এক ভিন্ন পরিবেশ। স্বাস্থ্যবিধির প্রতি ছিল অপ্রত্যাাশিত অনীহা। পরীক্ষার্থীর অভিভাবকরা বাইরে দাঁড়িয়ে ছিলেন স্বাভাবিক পরিবেশের মতো জড়ো হয়ে। সামাজিক দূরত্ব বজায়ের কোন সচেতনতা ছিল না তাদের মধ্যে। মুখে মাস্কও নেই বেশিরভাগ উপস্থিতির। এতে করে করোনা সংক্রমণের ঝুঁকি আরো বাড়ছে বলে দাবি করেছেন সচেতন মহল। নগরীর চৌহাট্টায় সরকারি মহিলা কলেজ কেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকা কয়েকজন অভিভাবক জানান, সকাল এখানে অবস্থান করছেন কিন্তু কোথাও সুযোগ নেই দাঁড়ানোর। এই পরিস্থিতিতে মাস্ক পড়েও কোন লাভ হবে না বলে দাবি তাদের। হবিগঞ্জের এক পরীক্ষার্থীর অভিভাবক জানান, এমন পরিস্থিতিতে পরীক্ষাতে ঝুঁকি তো থাকবেই। অবস্থার শিকার সকলেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।