Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

সখিপুরে মাস্ক না পরায় জরিমানা

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২১, ৬:১৬ পিএম

টাঙ্গাইলের সখিপুরে মাস্ক ব্যবহার না করায় একটি গণপরিবহন ও ১৬ ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২ এপ্রিল) জুমার নামাজের পূর্ব মুহূর্তে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চিত্রা শিকারী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় একটি বাসে অতিরিক্ত যাত্রী বহনের অপরাধে এবং ১৬জন পথচারীকে মাস্ক ব্যবহার না করার কারণে মোট ৫ হাজার ২০০টাকা জরিমানা করা হয়। এ সময় তিনি পথচারীদের মাঝে মাস্কও বিতরণ করেন। এসময় সখিপুর থানার অফিসার ইনচার্জ একে সাইদুল হক ভূইয়া, ওসি (তদন্ত) এএইচ এম লুৎফুল কবির উদয় উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী বলেন, সম্প্রতি করোনা ভাইরাসের প্রকোপ ভয়াবহ আকারে বৃদ্ধি পাচ্ছে। সরকারি নির্দেশনা অনুয়ায়ী প্রত্যেক ব্যক্তিকে মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। তাই জনসাধারনকে সচেতন করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ