বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জয়পুরহাটে ট্রাক চাপায় আব্দুস সালাম৪৫) নামের সোনালী ব্যাংক ব্যবস্থাপকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ এপ্রিল) সকাল ১১টার দিকে সদর উপজেলার জয়পুরহাট-নওগাঁ সড়কের তেতুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সালাম জয়পুরহাট সদর উপজেলার দোগাছি গ্রামের শাহজাহান আলীর ছেলে। তিনি নওগাঁর বদলগাছি উপজেলার সোনালী ব্যাংক ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
জয়পুরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর জাহান জানান, আব্দুস সালাম শ্যালকের বিয়ের উদ্দেশে মোটর সাইকেলে তার ছেলে সিয়ামকে সঙ্গে নিয়ে সকালে নওগাঁর বদলগাছির মথুরাপুর রওনা হয়। পথে জয়পুরহাট সদরের তেতুলতলীতে নওগাঁগামী একটি ট্রাক পেছন থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সালাম মারা যান । আর ছেলে সিয়াম আহত হন। সিয়ামকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি আরো জানান ,দুর্ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হয়েছে। চালক ও সহকারি পলাতক রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।