Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় কক্সবাজার সৈকত এখন জনমানবহীন

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২১, ১:৩৬ পিএম

পর্যটন রাজধানী কক্সবাজার এখন সম্পূর্ণ পর্যটক শূন্য। ২ রা এপ্রিল কক্সবাজার সৈকতের দৃশ্য ছিল এই ছবির মতই জনমানবহীন।

এদিকে করোনা সংক্রমণ ঠেকাতে ১ এপ্রিল মধ্য রাত থেকে ১৪ এপ্রিল পর্যন্ত কক্সবাজার জেলার সকল পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্র জেলা প্রশাসনের পক্ষ থেকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

তিনি বলেন, করোনা পরিস্থিতি দিনদিন ভয়াবহ আকার ধারণ করছে। এই মুহূর্তে জনসমাগম এড়িয়ে চলা এবং ব্যাপক সচেতনতা বাড়ানো দরকার।

এসব কিছু সার্বিক বিবেচনা করে কক্সবাজারের সকল পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলেও জানান জেলা প্রশাসক।

করোনা সংক্রমণ ঠেকাতে সরকারের ১৮ নির্দেশনা প্রতিপালনে জেলা প্রশাসক সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

বিষয়টি জেলা প্রশাসনের ভ্রম্যম্যান আদালত নিশ্চিত করছেন বলেও জানান তিনি।

কক্সবাজার হোটেল-মোটেল, রেস্টহাউজ, গেস্ট হাউজ মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কাসেম সিকদার জানান, কক্সবাজার এখন পর্যটক শূন্য।

অথচ সাম্প্রতিক সময়ে কোন না কোন ইস্যুতে কক্সবাজারে পর্যটক থাকে। করোনাকালে গত বছরও পর্যটক শূন্য ছিল। এবারো করোনায় জনমানব শূন্য হল কক্সবাজার সৈকত।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ