পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশের সামগ্রীক পরিস্থিতি বিবেচনায় নিয়ে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভায় বেশকিছু সুপারিশ প্রদান করা হয়েছে। রোগীর সেবা বাড়ানো, বিনোদন কেন্দ্র, বইমেলা ও অন্যান্য মেলা বন্ধ করাসহ বেশিকিছু গুরুত্বপূর্ণ সুপারিশ তারা করেছেন। গতকাল কমিটির সভাপতি প্রফেসর ডা. শহিদুল্লা কমিটির পক্ষে সুপারিশগুলো গণমাধ্যমে পাঠান।
সুপারিশ-১. প্রধানমন্ত্রীর কার্যালয় সম্প্রতি করোনা সংক্রমণ কমানোর লক্ষ্যে ১৮ দফা নির্দেশনা জারী করেছে। পরামর্শক কমিটি এই নির্দেশনা জারীকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়েছে। তবে এগুলো কার্যকর করার জন্য বাস্তবায়ন কর্মসূচী বা প্রস্তুতি বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা প্রয়োজন। ২. হাসপাতালসমূহে যথাসম্ভব কোভিড-১৯ রোগীর শয্যা সংখ্যা বাড়ানো প্রয়োজন। আইসিইউতে শয্যা বাড়ানো দরকার। ঢাকার বাইরে মেডিকেল কলেজগুলোর সক্ষমতা বাড়িয়ে সেখানে এলাকার রোগীর চিকিৎসাকরা দরকার। ৩. কোভিড-১৯ এর জন্য টেষ্ট করতে আসা মানুষ যাতে সহজে সেবা পায় তার ব্যবস্থা করা দরকার। আগামী দিনগুলোতে করোনা টেষ্ট করার চাহিদা বাড়তে পারে, সেটি মাথায় রেখে পর্যাপ্ত প্রস্ততি প্রয়োজন। ৪. রোগ প্রতিরোধের জন্য অবিলম্বে সামাজিক অনুষ্ঠান, বিনোদন কেন্দ্র, বইমেলা ও অন্যান্য মেলাবন্ধকরা দরকার। পরিবহনে সামাজিক দূরত্ব বজায়রাখা, মাস্ক পরা এ সম্পর্কে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। সব নির্দেশনা যাতে পালন করা হয় তারব্য ববস্থা নিতে হবে। ধর্মীয় আচার অনুষ্ঠান গুলোতে স্বাস্থ্যবিধি মানার ব্যাপাওে ইসলামিক ফাউন্ডেশন থেকে দিকনির্দেশনা নেওয়া যেতে পারে। ৫. টিকাদান পরবর্তী সার্ভিলেন্স এর উদ্যেগ নেওয়া হয়েছে। এটি একটি ভাল উদ্যোগ। বর্তমান পরিস্তিতিতে সংক্রমণের গতি প্রকৃতি বোঝার জন্য জেনেটিক সিকুয়েন্সিং করা দরকার । এ জন্য প্রয়োজনীয় নির্দেশনা ও আর্থিক সংস্থানের ব্যবস্থা করা প্রয়োজন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।