Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুঠিয়ায় থেমে থাকা বাসে আগুন

পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

পুঠিয়ায় থেমে থাকা যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত্রি সাড়ে ৮টায় পুঠিয়া পৌরসদরের রাজবাড়ি সংলগ্ন লস্করপুর ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে এলাকাবাসী পুঠিয়া ফায়ার সার্ভিকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, গত সোমবার খান এন্টারপ্রাইজ (রাজ মেট্রো-জ-১১০০৮৮) নামের যাত্রীবাহী বাসটি তার ভাড়ার টিপ শেষ করে উক্ত স্থানে গ্যারেজ করে ড্রাইভার নূরুল হুদা লাড্ডু। এর পর থেকে বাসটি সেখানেই ছিলো। এ ব্যাপারে পুঠিয়া ফায়ারসার্ভিস ইনর্চাজ মখলেছুর রহমান জানান, বাসটির ব্যাটারীর শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত। পরে পুরো বাসে তা ছড়িয়ে পড়ে। এতে বাসটির ভিতরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়। আমরা খবর পেয়ে দ্রæত এসে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ