Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্রুত ফল প্রকাশের দাবি মেডিক্যাল শিক্ষার্থীদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২১, ১২:২৭ এএম

২০১৫-১৬ সেশনের পেশাগত পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশের দাবি জানিয়েছে মেডিক্যাল শিক্ষার্থীদের একটি অংশ। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়ম মেনে দ্রুত ফলাফল প্রকাশ করা হবে বলে নিশ্চিত করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মেডিক্যাল শিক্ষার্থী বাংলানিউজকে বলেন, করোনার কারণে আমাদের ২০২০ সালের মে মাসের তৃতীয় পেশাগত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২১ এর জানুয়ারিতে। নিয়ম অনুযায়ী পূর্ববর্তী ব্যাচের ৪৫০ জন ছাত্রছাত্রীর তৃতীয় পেশাগত পরীক্ষার সাপ্লিমেন্টারি পাস করে নভেম্বর ২০২০ এ অনুষ্ঠিত চূড়ান্ত পেশাগত পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

কিন্তু কর্তৃপক্ষ নিয়ম না মেনে কারিকুলাম ভঙ্গ করে তৃতীয় পেশাগত পরিক্ষার ফলাফল প্রকাশ না করে এই কয়েকশো ছাত্র-ছাত্রী কে বাদ দিয়ে এপ্রিল ২০২১ এ চূড়ান্ত পেশাগত পরীক্ষার তারিখ ঘোষণা প্রদান করে। পরীক্ষায় অংশ নিতে না পারলে আমাদের এক বছর সেশনজটে পড়তে হবে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে চিকিৎসা অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ৯০ দিনের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হয়। তারপরেও আমরা চেষ্টা করছি ফল প্রকাশ করে তাদের পরীক্ষার সুযোগ করে দিতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ