Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক এগিয়ে নেয়ার নির্দেশ ইমরান খানের

ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক সামনে এগিয়ে নিতে প্রচেষ্টা অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান
বাংলাদেশের ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী গত সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় ইমরান খান তাকে ওই নির্দেশনা দেন। ঢাকায় পাকিস্তানের হাইকমিশনের প্রেস উইং থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সাক্ষাতে প্রধানমন্ত্রী ইমরান খানকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে ব্রিফ করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী।

প্রধানমন্ত্রী ইমরান খান তার হাই কমিশনারকে দ্বিপক্ষীয় সম্পর্ক সামনে এগিয়ে নিতে প্রচেষ্টা অব্যাহত রাখার নির্দেশনা দেন। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশের নেতৃবৃন্দ এবং জনগণের প্রতি শুভেচ্ছা জানান। এর আগে গত ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে তিনি এ শুভেচ্ছা জানান। ওই চিঠিতে প্রধানমন্ত্রীকে পাকিস্তান সফরের আমন্ত্রণও জানান ইমরান খান। এর দু’দিন আগে পাকিস্তানের প্রজাতন্ত্র দিবসে ইমরান খানকে চিঠি লেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা



 

Show all comments
  • এ,+কে,+এম+জামসেদ ৩১ মার্চ, ২০২১, ৪:৪২ পিএম says : 0
    আমরা চাই বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধি হউক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ