Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরগুনায় চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের সংঘর্ষে আহত ১২

বরগুনা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২১, ১২:০১ এএম

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গত সোমবার রাতে পাতাকাটা বাঁধঘাট নামক স্থানে আওয়ামী লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। গুরুতর আহত সাতজনকে আমতলী ও বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকরা আব্দুর রহমান ও রাবেয়া বেগম নামে দু’জনকে কুপিয়ে জখম করেছে। গুরুতর আহত দু’জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, উপজেলার চাওড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মো. আখতারুজ্জামান বাদল খানের মামাতো ভাই উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. মাহবুব ইসলাম ও হত্যা মামলার আসামি মহিবুল্লাহ কিরনসহ ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে পাতাকাটা বাঁধঘাটের উপরে অবস্থান নেয়। তারা ওই বাঁধে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মহসিনের কর্মী ব্যবসায়ী মো. শানু হাওলাদারের উপর হামলা চালায় এবং তার দোকান ভাঙচুর করে। ওই বাঁধে চলাচলরত স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মারধর শুরু করে। এসময় উভয়পক্ষের মধ্যে মারধর ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই সময় আওয়ামী লীগ কর্মীরা স্বতন্ত্র প্রার্থীর দুইটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় এবং ৩টি ভাঙচুর করে। এতে উভয়পক্ষের ১২ কর্মী আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নৌকার প্রার্থী আখতারুজ্জামান বাদল খান বলেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মীরা তার তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে এবং কয়েকজন কর্মীকে মারধর করেছে। আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি এবং ওই স্থান থেকে দুইটি পোড়ানো এবং তিনটি ভাঙচুর করা মোটরসাইকেল উদ্ধার করেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ