বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটের বিশ্বনাথে হরতাল সমর্থক ও গ্রামবাসির মধ্যে হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে ৬৫ জনের নাম উল্লেখ করে ও ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার রাতে এ মামলাটি দায়ের করেন থানার এসআই দিদারুল আলম।
গতকাল মঙ্গলাবার ওই মামলায় আটককৃত ৫ জনকে গ্রেফতার দেখানো হয়। ঘটনার দিন ঘটনাস্থল থেকে ওই ৫ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এরপর তাদেরকে ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে কোর্টে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন- উপজেলার আমতৈল মাখরগাঁও গ্রামের রফিক আলীর পুত্র আশিক মিয়া (২৮), আমতৈল শান্তিপুর গ্রামের মৃত বিলাল উদ্দিনের পুত্র মুছা মিয়া (৩৩), ধলিপাড়া গ্রামের জমির আলীর পুত্র খায়রুল ইসলাম (২৮), একই গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র আইয়বুল হক (২২) ও মৃত নজির উদ্দিনের পুত্র কুতুব উদ্দিন (৩৫)।
এ ব্যাপারে থানার অফিসার্স ইনচার্জ ওসি শামিম মুসা বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি অনেকটা শান্ত। বাকি আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রসঙ্গ, গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে হেফাজতের ডাকা হরতাল পালন করতে গিয়ে হেফাজত সমর্থনকারী আমতৈল গ্রাম ও স্থানীয় ধলিপাড়া গ্রামবাসীর মধ্যে আড়াই ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ পুলিশসহ আহত হন প্রায় অর্ধশতাধিক। এরমধ্যে গুলিবিদ্ধ হন ৪জন। এ হামলার ঘটনায় পুলিশ ৩৬৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।