Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গতানুগতিক গল্প ও নির্মাণ দিয়ে দর্শক আকর্ষণ করা যাবে না-মিশা সওদাগর

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২১, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্রে ছয় মাস কাটিয়ে দেশে ফিরেছেন চলচ্চিত্র অভিনেতা এবং শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। সেখানে তার স্ত্রী ও দুই ছেলে স্থায়ীভাবে বসবাস করছেন। স্ত্রী-সন্তানদের সাথে সময় কাটাতে সেখানে গিয়েছিলেন তিনি। দেশে ফিরে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। শিঘ্রই শুটিংয়ে ফিরবেন। মিশা সওদাগরের যুক্তরাষ্ট্র ভ্রমণ আর নানা বিষয়ে কথা বলেছেন তিনি। মিশা বলেন, ২০২০ সালের ১০ অক্টোবর গিয়েছিলাম যুক্তরাষ্ট্রে। গত ২১ মার্চ ফিরেছি। প্রায় ছয় মাস থেকে এলাম। এর আগে আরও পাঁচ-ছয়বার যুক্তরাষ্ট্রে গিয়েছি। সর্বোচ্চ একদেড় মাস থাকা হয়েছে। এবারই এত দীর্ঘ সময় থাকলাম। তিনি বলেন, আমার পরিবার সেখানেই থাকে। দুই ছেলে পড়াশোনা করছে সেখানে। ছোট ছেলে মায়ের সঙ্গে নিউইয়র্কে থাকে, বড় ছেলে থাকে টেক্সাসে। প্রথমে গিয়ে নিউইয়র্কে ছিলাম। সেখানকার করোনার অবস্থা ভয়াবহ। এক মাসের মাথায় আমরা সবাই টেক্সাসে বড় ছেলের কাছে চলে গিয়েছিলাম। সেখানে প্রায় পাঁচ মাস ছিলাম। তিনি বলেন, ১৯৯৩ সালে বিয়ের পর থেকে পরিবারকে এতটা সময় দেয়া হয়নি। চলচ্চিত্রে কাজ করার কারণে এক সপ্তাহও পরিবারের সঙ্গে থাকার সুযোগ হয়নি। এক সিনেমার শুটিং শেষ হতে হতেই আরেকটির শুটিং করতে হতো। এবার পরিবারকে দীর্ঘ সময় দিতে পেরেছি। সবাই মিলে এক শহর থেকে আরেক শহরে ঘুরেছি। স্ত্রী, সন্তানেরা এত দীর্ঘ সময় আমাকে কাছে পেয়ে খুবই খুশি। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর করোনা আবার নতুন করে বাড়তে থাকে। সেসময় করোনার ভ্যাকসিন তৈরি নিয়ে তোড়জোড় চলছিল। ভাবলাম, ভ্যাকসিন নিয়ে একবারে বাংলাদেশে ফিরব। দুই ডোজ টিকা নিয়েই দেশে ফিরেছি। সিনেমার বর্তমান পরিস্থিতি নিয়ে মিশা বলেন, করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেই ধীরে ধীরে সিনেমাপাড়া সরব হচ্ছে। ছোট পরিসরে হলেও নির্মাণকাজ শুরু হয়েছে। এটি আশাব্যঞ্জক। তবে পৃথিবীজুড়ে এখন সিনেমায় পরিবর্তন এসেছে। দর্শকের রুচির পরিবর্তন হয়েছে। এখন সিনেমায় বাজেটের চেয়ে গল্পের দিকে গুরত্ব দেয়া হচ্ছে বেশি। গল্পভিত্তিক সিনেমা তৈরির প্রবণতা তৈরি হয়েছে। ওটিটি ও প্রেক্ষাগৃহ থেকে এসব সিনেমার বিনিয়োগ উঠে আসার সম্ভাবনা দেখা দিয়েছে। আমি মনে করি, আমাদের সিনেমাও যুগের সাথে তাল মিলিয়ে গল্পভিত্তিক ভিন্ন ভিন্ন ধারার সিনেমা নির্মাণ করা উচিৎ। তা নাহলে, দর্শক ধরে রাখা সম্ভব হবে না। গতানুগতিক গল্প ও নির্মাণ দিয়ে দর্শক আকর্ষণ করা যাবে না। নতুন কাজ প্রসঙ্গে মিশা বলেন, ইতোমধ্যে রিভেঞ্জ’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। ২০ এপ্রিল থেকে শুটিং শুরু হবে। এছাড়া সাইফ চন্দনের পোস্টার, সাইফুল ইসলাম মান্নুর অনাবৃত এবং নাম ঠিক না হওয়া একটা সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। ৭ এপ্রিল থেকে অনাবৃত সিনেমার কাজ শুরু হতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ