প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রায় তিন দশকের অভিনয়ের ক্যারিয়ারে হাজারের বেশি নাটকে অভিনয় করেছেন অভিনেতা ফারুক আহমেদ। বিশেষ করে হুমায়ূন আহমেদের নাটক ও সিনেমায় তার অসাধারণ অভিনয় তাকে দর্শকপ্রিয় করে তুলে। এখনও নাটকে তার উপস্থিতি দর্শকের বিশেষ মনোযোগ আকর্ষণ করে। নাটকের পাশাপাশি প্রচারবিমুখ এই অভিনেতা ১০টির মতো সিনেমায় অভিনয় করেছেন। তবে সিনেমায় তার চরিত্র যথাযথভাবে থাকে না বলে আগ্রহ হারিয়ে ফেলেছেন। ফলে সিনেমার প্রস্তাব পেলেও অভিনয়ে উৎসাহ বোধ করেন না। অনেকের অনুরোধ রাখতেই তিনি কিছু সিনেমায় অভিনয় করছেন। ফারুক আহমেদ জানান, অভিনয়ের ক্যারিয়ার নাটক দিয়ে শুরু হলেও ইচ্ছা ছিল চলচ্চিত্রে নিয়মিত হওয়ার। কিন্তু ভাল চরিত্র না পাওয়ায় আগ্রহটা কমে গেছে। তারকাটা, শ্যামল ছায়াসহ বেশ কিছু সিনেমায় মনের মতো অভিনয় করেছিলেন। তবে সিনেমা দুটি খুব একটা দর্শকপ্রিয় হয়নি। ফারুক আহমেদ বলেন, সিনেমার চিত্রনাট্য এলেই দেখা যায় আমার জন্য ছোট্ট একটা অতিথি চরিত্র। সিনেমার গল্পে তার দরকার নেই বললেই চলে। সেগুলোতে অভিনয় করে আমি মানসিকভাবে স্বস্তি পাই না। নাটকে ভাল চরিত্র পেলেও সিনেমার নির্মাতারা ভালো কোনো সিনেমার গল্পে ও চরিত্রে ডাকছেন না। তবে আমি ক্যারিয়ারে ভালো কিছু সিনেমার গল্পে কাজ করতে চাই। তিনি বলেন, শুধু মুখ দেখানোর জন্য আর সিনেমায় অভিনয় করতে চাই না। মানসিকভাবে স্বস্তি পাব না, এমন কোনো সিনেমা করব না। কারণ, শুটিং করতে গেলে মন খারাপ হয়। দেখা যায়, যে চরিত্রের জন্য যে উপযুক্ত নয়, তাকেই সেই চরিত্রে নেয়া হয়েছে। এসব দেখে সিনেমায় অভিনয় করতে ইচ্ছে করে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।