Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাইক টাইসনের ভূমিকায় জেমি ফক্স

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২১, ১২:০১ এএম

স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলু বস্কার মাইক টাইসনকে নিয়ে একটি মিনিসিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছে। টাইসন জানিয়েছেন তার ভূমিকায় অভিনেতা জেমি ফক্সকে নিয়ে মিনি সিরিজটি প্রযোজনা করবেন তিনি নিজে।, অবশ্য তার সঙ্গে সহপ্রযোজক হিসেবে থাকবেন চলচ্চিত্র নির্মাতা মার্টিন স্করসেসি এবং ফক্স নিজে। “অনেকদিন ধরেই আমি আমার নিজের কথা বলতে চাইছিলাম, শুধু আমার পেশাগত আর আমার একান্ত জীবনই নয় আমাকে যা অনুপ্রাণিত করে আর আনন্দ দেয় তাও স্থান পাবে এই মিনি সিরিজে।” ঠিক কোন চ্যানেল বা প্ল্যাটফর্ম বা কবে এটি প্রচারিত হবে তা জানান হয়নি। টাইসন জানান, এটিই এমন অনুষ্ঠান নির্মাণের জন্য মোক্ষম সময়। এর আগে গত নভেম্বরে লেজেন্ডস অনলি লিগ’-এ রয় জোন্স জুনিয়রের সঙ্গে তার প্রদর্শনী দেখিয়েছে, এই পে-পার-ভিউ ধারার অনুষ্ঠানে অন্যান্য কয়েকটি মুষ্টিযুদ্ধের বাউট এবং মিউজিক ভিডিও প্রদর্শিত হয়। হুলু গত মাসে ঘোষণা দেয় তারা আট পর্বে ‘আয়রন মাইক’ নির্মাণ করবে, যাতে একজন ক্রীড়াবিদের উদ্দাম, দুঃখজনক আর বিতর্কিত জীবন ও ক্যারিয়ার তুলে ধরা হবে। এর মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। সেই সময় টাইসন সামাজিক মাধ্যমে লিখেছিলেন : “এটি আমার জীবনীর সাংস্কৃতিক অপব্যবহার”; তিনি জানান এ জন্য তাকে কোনও বিনিময় মূল্য দেয়া হয়নি। হুলু কোনও জবাব দেয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ