বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফেনী জেলা সংবাদদাতা : ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মধুয়্যাই এলাকায় জয়নাল আবদীন (৪৫) নামে যুবলীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। নিহত জয়নাল আবদীন বালিগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য। তার বাড়ি মধুয়্যাই গ্রামে। তিনি ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে নয়টার দিকে জয়নাল আবদীন ফেনী শহর থেকে ফেনী-কুটিরহাট সড়ক হয়ে মোটরসাইকেলযোগে মধুয়্যাই গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। বাড়ির অদূরে এ্যাক্কার দোকান এলাকায় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয় লোকজনকে এগিয়ে আসতে দেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এলাকাবাসী গুরুতর আহত জয়নালকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা জানান, ময়নাতদন্তের জন্য জয়নাল আবদীনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান বলেন, দুর্বৃত্তদের গুলিতে জয়নাল আবদীনের মৃত্যুর হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।