Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাছ ধরতে গিয়ে ২ শিশুর মৃত্যু

তাড়াশ (সিরাজগঞ্জ)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২১, ১২:০১ এএম

তাড়াশে কীটনাশক দেয়া পুকুরে মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে বিষাক্ত পানি খেয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুজন হলেন- জান্নাতী খাতুন (১০) ভায়াট গ্রামের শাহজাহান আলীর মেয়ে ও ভায়াট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। বিথী খাতুন রিতা (১২) একই গ্রামের বাচ্চু আহমেদের মেয়ে ও ভায়াট ভিএস উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় ইউপি সদস্য আশরাফ আলী ও স্থানীয়রা জানান, ভায়াট উত্তরপাড়ায় নতুন পুকুর নামে একটি পুকুর লিজ নিয়ে খালখুলা গ্রামের বরাত আলী মাছ চাষ করে আসছিলেন। তিনি মঙ্গলবার সকাল ১০টার দিকে কাউকে না জানিয়ে পুকুরে মাছ ধরার জন্য শক্তিশালী কীটনাশক প্রয়োগ করেন এবং মাছ ধরে বাড়ি চলে যান। পরবর্তীতে ওই পুকুরে বিষক্রিয়ায় মাছ মরে ভেসে উঠে। মরা মাছ ধরতে পুকুর পাড়ে বসবাসকারীসহ-প্রতিবেশীরা নেমে পড়েন।

এদের সাথে মাছ ধরতে জান্নাতী খাতুন ও বিথী খাতুন রিতাও পুকুরে নেমে পড়েন। মাছ ধরার একপর্যায়ে ওই দুজন গভীর পুকুরে ডুবে গিয়ে বিষাক্ত পানি খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এ সময় উপস্থিত লোকজন টের পেয়ে দ্রুত ওই দুই শিশু শিক্ষার্থীকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পথে তারা মারা যায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ