Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সভাপতি বাচ্চু সম্পাদক রব

হরিরামপুর আ.লীগ সম্মেলন

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২১, ১২:০১ এএম

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার শান্তির প্রতীক পায়রা ওড়িয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন, আ.লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলন উদ্বোধন করেন জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. গোলাম মহীউদ্দীন।

হরিরামপুর উপজেলা আ.লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, আ.লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কাজী নজিবুল্লাহ হিরু, সদস্য মো. শাহাবউদ্দিন ফরাজী, মানিকগঞ্জ-১ আসনের এমপি এ এম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের এমপি কন্ঠশিল্পী মমতাজ বেগম। শুভেচ্ছা বক্তব্য দেন, মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী, জেলা আ.লীগের সহ-সভাপতি ও সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আযম খান আপেল, বদরুল ইসলাম খান বাবলু, কাজী এনায়েত হোসেন টিপু প্রমুখ।

সম্মেলনে গোলজার হোসেন বাচ্চু পুনরায় সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্ব›দ্বীতায় দেওয়ান আব্দুর রব নির্বাচিত হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ