বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিরাজগঞ্জের তাড়াশে কীটনাশক দেয়া পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে বিষাক্ত পানি খেয়ে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুজন হলেন, জান্নাতী খাতুন (১০) ভায়াট গ্রামের শাহজাহান আলীর মেয়ে ও ভায়াট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী এবং বিথী খাতুন রিতা (১২) একই গ্রামের বাচ্চু আহমেদের মেয়ে ও ভায়াট ভিএস উচ্চ বিদ্যালয়ের ষষ্ট শ্রেনীর শিক্ষার্থী।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
ওই ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আশরাফ আলী ও স্থানীয়রা জানান, ভায়াট উত্তরপাড়ায় নতুন পুকুর নামে একটি পুকুর লিজ নিয়ে খালখুলা গ্রামের বরাত আলী মাছ চাষ করে আসছিলেন। তিনি মঙ্গলবার সকাল ১০টার দিকে কাউকে না জানিয়ে পুকুরে মাছ ধরার জন্য শক্তিশালী কীটনাশক প্রয়োগ করেন এবং মাছ ধরে বাড়ি চলে যান। পরবর্তীতে ওই পুকুরে বিষক্রিয়ায় মাছ মরে ভেসে উঠে। মরা মাছ ধরতে পুকুরপাড়ে বসবাসকারীসহ-প্রতিবেশীরা নেমে পড়েন।
এদের সাথে মাছ ধরতে জান্নাতী খাতুন ও বিথী খাতুন রিতাও পুকুরে নেমে পড়েন। মাছ ধরার একপর্যায়ে ওই দুজন গভীর পানিতে ডুবে গিয়ে বিষাক্ত পানি খেয়ে গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে।
এ সময় উপস্থিত লোকজন টের পেয়ে দ্রুত ওই দুই শিশু শিক্ষার্থীকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।