Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সমাবেশে হামলা ও হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ, পুলিশের বাধা

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২১, ৪:০৪ পিএম

মহান স্বাধীনতা দিবসে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ ও ছাত্রলীগের হামলা এবং গুলি করে সাধারণ নাগরিক হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভে বাধা দিয়েছে পুলিশ পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে মোক্তার পাড়াস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করলে দাদামোড়ে পুলিশ বাধা দেয়।পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।কুড়িগ্রাম জেলা বিএনপির সহ সভাপতি শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেনজেলা বিএনপির সিনিঃ যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ,যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল,যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, সহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী,মোসলেম উদ্দিন দুলাল,সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু,সদর উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক মাহবুবার রহমান,অর্থনৈতিক সম্পাদক এ্যাডঃ আশরাফ আলী,প্রশিক্ষণ সম্পাদক এ্যাডঃ বজলু,সহ সাংগঠনিক জামিল আহমেদ,গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল ওহাব,স্বণির্ভর বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম রিপন,শ্রম সম্পাদক রফিয়াল হোসেন,জিয়া পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পুতুল,মৎস্য দলের আহবায়ক আব্দুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম,সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক আহসান কবির লিখন,যুবদল সম্পাদক নাদিম আহমেদ,সাংগঠনিক সম্পাদক রজব আলী,সদর থানা যুবদল সভাপতি আব্দুল হামিদ,সাংগঠনিক সম্পাদক তাইজুল হক সাজু, পৌর সাংগঠনিক শহিদুল ইসলাম শিমুল,জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সম্পাদক এনামুল হক এনা,পৌর সভাপতি রিজন সরকার জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান,সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল,যুগ্ম সম্পাদক সারোয়ার আহমেদ সাওন,সদর উপজেলা আহবায়ক সোহেল রানা,যুগ্ম আহবায়ক আবু সাইদ শিথিল সহ নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, সারাদেশে সরকার যেভাবে পুলিশকে ব্যবহার করছে এবং দলের লোকজন সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন করছে তাতে স্বাধীনতার মূল চেতনা বিনষ্ট হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ