Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

তারাকান্দায় পুলিশি বাধা উপেক্ষা করে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২১, ৩:৫৫ পিএম

ময়মনসিংহের তারাকান্দায় ফ্যাসিস্ট সরকার কর্তৃক নৃশংসভাবে মানুষ হত্যা, হামলা, তান্ডব, ভোটের অধিকার ও সাংবিধানিক অধিকার হরণের প্রতিবাদে মঙ্গলবার ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করতে গেলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারাকান্দা উত্তর বাজারস্থ কৃষিব্যাংক সংলগ্ন স্থানে সমাবেশে করেছে। সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মোতাহার হোসেন তালুকদার, তারাকান্দা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, ইয়াছিন আলী মেম্বার, এ.টি.এম মুখলেছুজ্জামান (মুকুল), ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাদিম সারোয়ার (টিটু), মাসুদ পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুজ্জামান সোহেল, তারাকান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল মন্ডল, এস.এম আমিনুল ইসলাম, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আজাহার ইসলাম মন্ডল, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ছায়াদুল ইসলাম মন্ডল, ফজলুল হক, আমির হাসান স্বপন, জহিরুল হক প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মৎসজীবি দলের নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ