Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ার ধুনটে প্রতিমা ভাঙচুর খবরে পুলিশ কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২১, ৩:৪১ পিএম

বগুড়ার ধুনট উপজেলায় সোমবার দিবাগত রাতে উপজেলার টেংরাখালী হালদারপাড়ায় রাধা গোবিন্দ মন্দিরে সরস্বতী প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার খবর পেয়ে সিনিয়র পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

একজন পুলিশ কর্মকর্তা হালদারপাড়ার বাসিন্দাদের উদ্ধৃত করে জানান, গ্রামের একমাত্র রাধা গোবিন্দ মন্দির, যেখানে সরস্বতী লক্ষী পুজা ও হরিবাসর অনুষ্ঠিত হয়ে থাকে। সুমতি হালদার নামের একজন নারী মন্দিরে সেবাদাসির দায়িত্ব পালন করেন। তিনি প্রায়ই ওই মন্দিরেই রাতে ঘুমিয়ে থাকেন। গত ১৬ ফেব্রুয়ারি রাধা গোবিন্দ মন্দিরে সরস্বতী পুজা শেষ হলেও সরস্বতী প্রতিমা বিসর্জন না দিয়ে মন্দিরেই সংরক্ষণ করা হয়। সোমবার দিবাগত রাতে সুমতি হালদার নিজের বাড়িতে ছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা সরস্বতী দেবীর প্রতিমা’র মাথা ভেঙে ফেলে। এছাড়া মন্দিরের ভিতরে থাকা সুমতি হালদারের কয়েকটি কাপড়ে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। সকালে গ্রামবাসিরা ঘটনা অবগত হয়ে পুলিশকে জানায়।

মন্দির কমিটির সভাপতি খোকা চন্দ্র হালদার এপ্রসঙ্গে বলেন, সোমবার দিবাগত রাত ৩টায় মন্দিরে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। তারা মন্দিরে থাকা সরস্বতী প্রতিমার মাথা ভেঙ্গে ফেলে। এছাড়া মন্দিরের ছামিয়ানার কাপড় ও মন্দিরের সেবাদাসী সুমতি হালদারের কাপড় চোপড়ে আগুন ধরিয়ে দেয়। এতে মন্দিরের কিছু ক্ষতি হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু জানান, মঙ্গলবার খবর পেয়েই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্বৃত্তরা মন্দিরে থাকা সরস্বতী দেবীর প্রতিমার মাথা ভেঙে ফেলেছে। গ্রামবাসীর সঙ্গে কথা বলে ভাঙচুর হওয়া প্রতিমাটি বিসর্জন দেওয়া হয়েছে। তিনি জানান , পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, সার্কেল এএসপি গাজিউর রহমানও দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার রহস্য উদঘাটনের দিক নির্দেশনা দিয়েছেন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ