Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্ধেক জনবল নিয়ে অফিস চালানোর নির্দেশ: বুধবার থেকে কার্যকর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২১, ১২:৪৭ পিএম

করোনার সংক্রমণ বাড়তে থাকায় আবারও ৫০ ভাগ কর্মকর্তা-কর্মচারী নিয়ে অফিস চালানোর নির্দেশ দিয়েছে সরকার। বাকি ৫০ ভাগ বাসা থেকে ডিজিটাল মাধ্যমে অফিসে যুক্ত থাকবেন। আজ মঙ্গলবার (৩০ মার্চ) শবে বরাতের সরকারি ছুটি। বুধবার (৩১ মার্চ) থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
সোমবার (২৯ মার্চ) প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে, জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সব সরকারি বা বেসরকারি অফিস-প্রতিষ্ঠান, শিল্প কারখানাগুলো ৫০ ভাগ জনবল নিয়ে চালাতে হবে। গর্ভবতী, অসুস্থ, ৫৫ বছরের বেশি কর্মকর্তা-কর্মচারীদের বাড়ি থেকে কাজ করতে হবে।
এ বিষয়ে সোমবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, গতবার প্রথমে ২৫ ভাগ করলেও পরে ৫০ ভাগ করা হয়েছিল। এবারও ৫০ ভাগ জনবল নিয়ে অফিস, কলকারখানা, সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে উপস্থিত থাকবে। বাকি জনবল বাসা থেকে ডিজিটালাইজেশনের মাধ্যমে অফিসে সংযুক্ত থাকবে।
গর্ভবতী, অসুস্থ ও যাদের বয়স ৫৫ বছরের বেশি তাদের বাড়িতে অবস্থান করে কাজ যুক্ত থাকার ব্যবস্থা করতে হবে। জুমের মাধ্যমে বা ডিজিটালাইজেশনের মাধ্যমে তারা যুক্ত থাকবেন বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, মঙ্গলবার সরকারি ছুটি। তাই উপস্থিতির বিষয়টি পরবর্তী ওয়ার্কিং ডে (কার্যদিবস) থেকে আমরা চালু করব। চালু হওয়ার দুই সপ্তাহ পর্যন্ত আমরা সিদ্ধান্তগুলো মেনে চলব। তারপর আমরা দেখব অবস্থা কী। পরে আমরা সিদ্ধান্ত দেব।

করোনাভাইরাসের বিদ্যমান পরিস্থিতিতে ২০২০ সালের ১ জুন সচিবালয়ে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে একসঙ্গে সর্বোচ্চ ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারী নিয়ে অফিসের কাজ কারার নির্দেশনা দেওয়া হয়েছিল। সংক্রমণ কমে আসায় পরে সেটি উঠিয়ে নেওয়া হয়।



 

Show all comments
  • md. Fariduzzaman ৩০ মার্চ, ২০২১, ১:০০ পিএম says : 1
    সত্যি খবর আমি পছন্দ করি
    Total Reply(0) Reply
  • ।।শওকত আকবর।। ৩০ মার্চ, ২০২১, ১:৪৩ পিএম says : 0
    মানুষ * দেশ * উন্নায়ন *
    Total Reply(0) Reply
  • মোঃ মোকাদ্দেছুর রহমান ৩০ মার্চ, ২০২১, ৩:১৪ পিএম says : 0
    উক্ত বিষয়ের প্রতি আমি একমত পোষণ করছি।
    Total Reply(0) Reply
  • Alif Hasan ৩০ মার্চ, ২০২১, ৪:০৬ পিএম says : 0
    সাধারণ জনগণের হিসাব করে একদিন কাজ করবে আরেক দিন ঘরে বসে থাকবে এই আইন করে ফেলুন
    Total Reply(0) Reply
  • Jibayel Ahmed ৩০ মার্চ, ২০২১, ৪:০৬ পিএম says : 0
    বাকি অর্ধেক কি না খেয়ে মরবে?
    Total Reply(0) Reply
  • সাইফুল ইসলাম ৩০ মার্চ, ২০২১, ৪:০৭ পিএম says : 0
    আমার মতে পুরো লকডাউন দেয়া উচিত
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ