বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের মাদক ব্যবসায়ী কুখ্যাত ভাইবোন গ্রুপের ভাই নেজামকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ আবিদারপাড়া ফকির মাঝির বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে এসময় পালিয়ে যায় বোন আয়েশা। নেজাম ৫ বছর সাজা খেটে বের হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, 'নেজাম ও আয়েশা ভাইবোন। তারা দুইজনই মাদক ব্যবসায়ী। আয়েশার একমাত্র ছেলে আসিক ও মাদক ব্যবসায়ী। আয়েশার বিরুদ্ধে ১২ টি এবং নেজামের বিরুদ্ধে ৮ টি মামলা রয়েছে। তারা মাদক কারবারিদের কাছে ভাইবোন গ্রুপ নামেই পরিচিত। তারা খুবই ভয়ংকর। তাদের নিজস্ব সোর্স আছে। পুলিশ আসবে শুনলে তার বোন ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। তার বোনকে গ্রেফতার করতে গেলে পুলিশের এস আই আলাউদ্দিনকে হাতে কোপ দিয়েছিল। সে মামলায় সে সাজাও খেটেছে। জামিনে এসে আবারও ব্যবসা শুরু করেছে। অভিযান চালানোর আগে সে পালিয়ে যায়। নেজামকে গ্রেফতারের পাশাপাশি মোঃ নাছিরুল আলম (৩৪) নামে তাদের এক সোর্সকেও গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল ও ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।