বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিটি কর্পোরেশনকে স্বাবলম্বী করতে আয়বর্ধক প্রকল্প নেয়া হচ্ছে বলে জানিয়েছেন মেয়র এম রেজাউল করিম চৌধুরী। এক্ষেত্রে সাবেক মেয়র মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরীর পথ অনুসরণ করা হচ্ছে। তিনি বলেন, চসিকের নিজস্ব জায়গায় প্রতিষ্ঠিত ওয়ার্ড কার্যালয় ও খালি জায়গাগুলোতে প্রকল্প বাস্তবায়ন করা হবে।
গতকাল রোববার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। নগর ভবনে ঢাকার মেয়রকে স্বাগত জানান তিনি। এ সময় তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন রেজাউল করিম। মেয়র আতিকুল ইসলাম বলেন, এবিএম মহিউদ্দিন চৌধুরী কীভাবে চট্টগ্রামকে সাজিয়েছিলেন এবং আয় বৃদ্ধি করেছিলেন তা জানতেই আমার চট্টগ্রাম আসা। এ সময় কাউন্সিলর জাহিদা বেগম পপি, চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, মেয়রের একান্ত সচিব
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।