Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিনেমাকে জাতি গঠনে ব্যবহার করতে হবে-তৌকীর আহমেদ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২১, ১২:০১ এএম

অভিনেতা, নির্মাতা তৌকির আহমেদ পরিচালিত স্ফুলিঙ্গ সিনেমাটি এ সপ্তাহে মুক্তি পেয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন সিনেমাটি প্রযোজনা করেছে। সিনেমাটি এবং সিনেমার সার্বিক প্রসঙ্গ নিয়ে তৌকীর বলেন, মুক্তি পাওয়া সিনেমায় চেয়েছি একটি গল্প বলতে যাতে তরুণরা আগ্রহী হয়। তবে সব শ্রেণীর দর্শকের কথা মাথায় নিয়েই এটি নির্মিত হয়েছে। সিনেমাটির গল্প একটি ব্যান্ড দল নিয়ে। আজকের তারুণ্য ও একাত্তরের তাররুণ্যের মধ্যে একটি তুলনা দেখাতে চেয়েছি। এখানে উদ্যম, হতাশা, সংঘাত আছে। একই সঙ্গে বলবো শিল্পীরও স্বাধীনতা থাকা উচিত ব্যর্থ হওয়ার। কখনও কখনও আমি ব্যর্থও হতে পারি। আমি সবসময় আমার সিনেমার ক্ষেত্রে প্রথম দিন থেকে দর্শক এবং সাংবাদিকদের বলে আসছি, ভালোকে ভালো বলবেন, মন্দের বিষয়টিও তুলে ধরবেন। সিনেমার সার্বিক দিক নিয়ে তৌকীর বলেন, ছোটবেলায় দেখা সিনেমাগুলো এখনও আমাদের মাথায় আছে। সিনেমাকে যদি জাতি গঠনে ব্যবহার করা হয় সেটি একটি বড় উপাদান হতে পারে। অশিক্ষা, অপসংস্কৃতি রুখতে বড় হাতিয়ার সিনেমা। সিনেমাকে রাষ্ট্রীয়ভাবে আরও গুরুত্বপূর্ণ উপায়ে ব্যবহার করা উচিত। এ কাজ আমার একার পক্ষে সম্ভব নয়। এজন্য রাষ্ট্রীয় পরিকল্পনা লাগবে। আরও অনেককে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, সিনেমাকে নিছক বিনোদনের উপাদান হিসেবে না দেখে আমরা যদি জাতি গঠনে একে ব্যবহার করতে পারি তাহলে আমরা এগিয়ে যাবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ