প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে ঘিরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ১০ দিনের মুজিব চিরন্ত উৎসবের সমাপনি দিনে চমক হিসেবে পরিবেশিত হয় ভারতের প্রখ্যাত সঙ্গীত পরিচালক এ আর রহমানের সঙ্গীত পরিচালনায় এবং বাংলাদেশের গীতিকার জুলফিকার রাসেলের কথায় ‘বলো জয় বঙ্গবন্ধু’ শিরোনামের গান। গানটি সবাইকে মুগ্ধ করে। এটি এখন নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। গানটির শুরু বাংলায়, ‘আমার সোনার বাংলা’ দিয়ে। এটি বাংলাদেশে এ আর রহমানের প্রথম কাজ। এ আর রহমানের সাথে কাজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জুলফিকার রাসেল বলেন, তিনি যেমন বিশ্বমানের ক¤েপাজার, তেমনই বিনয়ী একজন মানুষ। উনাকে দেখে শিখলাম, বড় হতে চাইলে কতোটা বিনয়ী হতে হয়। আমার লেখা গানটি যে ২৬ মার্চ উৎসবের শেষ চমক হিসেবে পরিবেশিত হবে, তা জানতাম না। এটা আমার জীবনের অনেক বড় প্রাপ্তি। এর পেছনে শ্রম ও সততা তো রয়েছেই সঙ্গে ভাগ্যও আমাকে সাহায্য করেছে। তা না হলে, এ আর রহমানের বাসায়-স্টুডিওতে গিয়ে গান তৈরির সৌভাগ্য হতো না। জুলফিকার রাসেল জানান, এ আর রহমানের সঙ্গে আরও একটি গান তৈরি করা হয়েছে। গানটি দেশাত্মবোধক। অপ্রকাশিত এই গানটি বাংলা ভাষায়। ‘আজও শুনি বজ্রধ্বনি’ গানটিও উন্মোচন হবে বিশেষ একটি জাতীয় আয়োজনে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।