Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিনয় বন্ধ করলেন যে জন্য জেসিকা অ্যালবা

| প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২১, ১২:০১ এএম

২০০৮ সালে প্রথম মা হবার পর থেকেই হলিউডের প্রথম সারির অভিনেত্রী জেসিকা অ্যালবা ক্রমে অভিনয় থেকে গুটিয়ে নিতে শুরু করেন। “আমি সেই পরম মুহূর্তে পৌঁছেছিলাম, যখন আমি সেই ছোট যে মানুষটিকে আমার পৃথিবীতে এনেছিলাম তাকে নিয়ে থাকার সিদ্ধান্ত নিই, তার সঙ্গে যতটা বেশি সম্ভব সময় কাটানো যায় তাই ছিল আমার একমাত্র লক্ষ্য। সুস্বাস্থ্য ছিল অগ্রাধিকার, আমি চাইছিলাম সেই ছোট মানুষটি যাতে সুস্বাস্থ্য বজায় রাখতে পারে। নিজের স্বাস্থ্য ভাল রাখাও ছিল বিবেচ্য কারণ এছাড়া সুখী থাকা অসম্ভব,” এন্টারটেইনমেন্ট টুনাইট অনুষ্ঠানে এক সাক্ষাতকারে অ্যালবা বলেন। “আমাকে এমন মানসিকতাই চালিত করত। আমার মনে হত,’আমাকে কি আর কাজে নেয়া হবে?’ সত্য কথা বলতে আমি আমার ক্যারিয়ারের সবচে ভাল অবস্থায় ছিলাম তখন। আমি যা করছিলাম তাতে ফিরে যাওয়া আর সম্ভব ছিল না, কাজে পুরো মন দেয়া সম্ভব ছিল না। আমি আসলেই পারছিলাম না। আমি আসলে তা নিয়ে খুব কেয়ারও করছিলাম না,” অ্যালবা বলেন। অভিনেত্রী বর্তমানে তিন সন্তানের মা- কন্যা অনার (১২), কন্যা হ্যাভেন (৯) এবং পুত্র হেইস (৩)। তিনি আরও বলেন : “আমি অনুভব করতাম আমি যদি কাজে ফিরে যেতাম তাহলে আর কী অর্থপূর্ণ হত, এমন আর কী বদলাত। আমার নতুন মানসিকতাই বাস্তব আর যৌক্তিক মনে হয় যখন আমি প্রথম মা হলাম।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ