Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন মৌসুমের ঘোষণা দিলেন কপিল শর্মা

| প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২১, ১২:০১ এএম

কমেডি শিল্পী কপিল শর্মা তার জনপ্রিয় চ্যাট শো ‘দ্য কপিল শর্মা শো’র নতুন মৌসুমের ঘোষণা দিয়েছেন। জানিয়েছেন তার ক্রিয়েটিভ টিমে নতুন আরও প্রতিভা যুক্ত হবে। ইতোমধ্যে অনুষ্ঠানে আছেন- ক্রুষনা অভিষেক, কিকু শার্দা, ভারতী সিং, সুমনা চক্রবর্তী, চন্দন প্রভাকর এবং অর্চনা পুরন সিংয়ের মত তারকারা। আশা করা হচ্ছে এমন আরও তারকা অনুষ্ঠানে সংশ্লিষ্ট হবে, এছাড়া বেশ কয়েকজন নতুন লেখকও যোগ হবে। কপিল বলেন : “আমি নতুন ট্যালেন্টদের ‘দ্য কপিল শর্মা শো’ অনুষ্ঠানে আনছি- লেখক আর অভিনয়শিল্পী দুইই। বিনোদন যাদের ভালবাসা সেই সমমনা মানুষদের অনুষ্ঠানে আনার অপেক্ষায় আছি।” ‘দ্য কপিল শর্মা শো’ যৌথভাবে প্রযোজনা করবে সালমান খান টেলিভিশন (এসকেটিভি) এবং বানিজয় এশিয়া। এসকেটিভির প্রধান নির্বাহী নাদিম কুরেশি বলেন : “কপিল শর্মা আর বর্তমানের জনপ্রিয় তারকারা তো অনুষ্ঠানে থাকছেনই তার সঙ্গে দর্শকরা নতুন মুখদের দেখতে পাবে। নতুন তারকা আর টিম আমাদের লক্ষ্য।” বানিজয় এশিয়ার প্রধান নির্বাহী দীপক ধর বলেন : “গত কয়েক বছর ধরে ‘দ্য কপিল শর্মা শো’ এক একনিষ্ঠ ভক্ত শ্রেণী সৃষ্টি করেছে। আমরা আমাদের দলকে বিস্তৃত করার উদ্যোগ নিয়েছি।” ফেব্রæয়ারি থেকে ‘দ্য কপিল শর্মা শো’ বন্ধ আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ