রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ডাক্তারের অবহেলায় দিয়া মনি নামে ছয় বছরের শিশু মৃত্যুর অভিযোগে একটি বেসরকারি আভিসিনা হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত শনিবার দিনগত রাত ৯টায় সিরাজগঞ্জ শহরের এ ঘটনা ঘটে। দিয়া মনি শহরের দিয়ার ধানগড়া মহল্লার ছোটন আহমেদের মেয়ে।
শিশুটির স্বজনদের অভিযোগ, পিত্তথলিতে পাথরজনিত অসুস্থতায় দিয়া মনিকে গত শনিবার বিকেলে হাসপাতালের সার্জন ডা. আশরাফুল ইসলামের অধীনে ভর্তি করা হয়। ভর্তির পর থেকে চিকিৎসক সঠিকভাবে রোগীর তত্ত্বাবধান করেননি। তার গাফিলতির কারণেই রাত পৌনে ৯টার দিকে দিয়া মনি মৃত্যু হয়। সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।