রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শরীয়তপুরের নড়িয়ায় গলায় ওড়না পেচিয়ে লামিয়া আক্তার (১৪) নামের ৭ম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের মশুরা গ্রামে এ ঘটনা ঘটে। লামিয়া পার্শ্ববর্তী ফতেজঙ্গপুর গ্রামের লিটন মুন্সীর মেয়ে এবং ভোজেশ্বর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। লামিয়ার বাবা লিটন মুন্সী পেশায় একজন রিকশাচালক। তারা মশুরা গ্রামের জাহাঙ্গীর পেদার বাসায় ভাড়া থাকতো।
জানা যায়, রোববার সকালে লামিয়া ও তার প্রতিবন্ধী ছোট ভাই বাসায় ছিল। হঠাৎ প্রতিবন্ধী ভাইয়ের অস্বাভাবিক চিৎকারে আশেপাশের মানুষ ছুটে আসে। এসময় তারা ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় লামিয়ার লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে। তবে ঠিক কী কারণে মেয়েটি গলায় ফাঁস দিয়েছে তা স্পষ্ট করে বলতে পারেনি পরিবারের কেউ।
নড়িয়া থানার ওসি হাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে এ ব্যাপারে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।