Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেয়ার কিনছে বিদেশিরা

প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদেশি বিনিয়োগকারীরা বিক্রির চেয়ে বেশি পরিমাণ শেয়ার কিনেছে। ডিএসই সূত্রে জানা গেছে, চলতি বছরের গত ৮ মাসে (জানুয়ারি-আগস্ট) বিদেশি বিনিয়োগকারীরা ৩ হাজার ৫১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল কিনেছেন। এর বিপরীতে বিক্রি করেছেন ২ হাজার ৬০৫ কোটি ৪৬ লাখ টাকার। এ হিসাবে বিক্রির তুলনায় কেনার পরিমাণ ৪৪৫ কোটি ৭১ লাখ বা ১৭ শতাংশ বেশি হয়েছে। এ সময় বিদেশি বিনিয়োগকারীরা মোট ৫ হাজার ৬৫৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন করেছেন। যা ডিএসই’র মোট (দেশি ও বিদেশি) লেনদেনের ৮.৩২ শতাংশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেয়ার কিনছে বিদেশিরা

৭ সেপ্টেম্বর, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ